For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আধুনিক ও মডেল উপজেলা গঠনের প্রত্যয়ে আশরাফ উদ্দিন বাদল

Published : Sunday, 26 May, 2024 at 7:57 PM Count : 251

গফরগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় বারের মতো প্রার্থী হয়েছেন আশরাফ উদ্দিন বাদল। পরপর দুই বার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আবারও তিনি উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে আধুনিক ও মডেল উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

জানা যায়, গত ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদিন ছুটে যান প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে ভোট চাইতে। পথ সভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং করে ভোটারদের আকর্ষণ করছেন। 

বর্তমান সময় থেকে গত ১০ বছর আগের গফরগাঁওয়ের চিত্র পুরোপুরি ভিন্ন। রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক নিরাপত্তা, নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি সকল অঙ্গনে উন্নয়নের ছোঁয়া। এসকল উন্নয়নে উপজেলা পরিষদের ভূমিকা রয়েছে। আর এতে মূখ্য ভূমিকা রেখেছেন দুই দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। 

পাইথল ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আশরাফ উদ্দিন বাদল দুইবার পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উনার পিতা মরহুম আব্দুস সামাদ দপ্তরী একই ইউনিয়ন পরিষদের সাতবার ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আশরাফ উদ্দিন বাদল ২০১৪ সালে ৪র্থ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করেন। ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচিত হয়ে জনকল্যানে তিনি শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তায় কাজ শুরু করে। উপজেলা পরিষদের বরাদ্দে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নয়ন করেছেন। তিনি উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বুদ্ধকরণ এবং সহায়তা প্রদান করেছেন। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করেছেন। নারী অধিকার ও নারীর ক্ষমতায়নে জন্য কাজ করেছেন। সেচ, বিশুদ্ধ পানি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন। আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ করেছেন। করোনা কালীন সময়ে দূর্যোগ মোকাবেলায় মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছেন। কিছু কিছু কাজ এখনো অসমাপ্ত এই অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করতে চান। 
আবারও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আধুনিক ও মডেল উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৭৬ জন। পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৮৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯টি।

আশরাফ উদ্দিন বাদল বলেন, আমি গত ১০ বছরে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করেছি। আমি আরও কাজ করতে চাই। আবারও যদি নির্বাচিত হই তাহলে আমি মডেল উপজেলা উপহার দিবো। আনারস প্রতীকে আমি সবার দোয়া ও সমর্থন কামনা করছি।

এম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,