For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শ্যামনগর উপকূলের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি

Published : Sunday, 26 May, 2024 at 12:06 PM Count : 143

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে। শ্যামনগর উপকূলের নদ-নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের উপর আছড়ে পড়ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে উপকূলের মানুষ। 

শনিবার দুপুরের জোয়ারের সময় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী,
কৈখালী, রমজাননগর ও মুন্সিগঞ্জ এলাকায় নদীপাড়ের বসবাসকারীদের কাছ থেকে জানা গেছে, স্বাভাবিক জোয়ার ছাড়া নদীতে দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে।

উপজেলার আটুলিয়া থেকে ইউপি সদস্য অহিদুল ইসলাম জানান, উপকূলীয় এলাকায় শনিবার সকাল থেকেই ঝড়ো বাতাস বইছে। দুপুরের জোয়ারে খোলপেটুয়া নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। উত্তাল হতে শুরু করেছে নদী। সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে।

গাবুরা ইউনিয়ন থেকে আবিয়ার রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের কারণে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। তবে গাবুরার পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
ইতোমধ্যে শ্যামনগর উপকূলের চুনা নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি চুনা নদীর চরে জেলেপাড়ায় বসবাসকারী বেশ কিছু জেলে পরিবারের বসত ঘরের আঙ্গিনায় জোয়ারের পানি
উঠার খবর পাওয়া গেছে। 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম জানান, উপজেলায় ১৬৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য বহুতল ভবন নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবহার করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত আছে। আমরা ঘূ‌র্ণিঝড়ের সতর্কবার্তা দেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তবে সবার জন্য বলব, কেউ যেন ঝুঁকি নিয়ে অনিরাপদ আশ্রয়ে না
থাকেন।

এদিকে জেলা প্রশাসনের দপ্তর থেকে জানানো হয়, উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে। জনপ্রতিনিধি সরকারি কর্মচারী সকলে যেন নিজ নিজ এলাকায় অবস্থান করে।
একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত
আছে।

-এমজেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,