For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গৌরীপুরে অগ্নিকান্ডে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

Published : Sunday, 19 May, 2024 at 8:52 PM Count : 119

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রবিবার (১৯মে) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। উপজেলার শ্যামগঞ্জ বাজারের সাংবাদিক তিলক রায় গংদের জায়গার উপর এ ব্যবসা প্রতিষ্ঠানগুলি অবস্থিত।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবুলের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা কর হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের রহিমের চা দোকান, মাহফুজের ওয়ার্কসপ, আতাউরের কীটনাশকের দোকান, জয়নাল আবেদীনের মেশিনারি পার্টসের দোকান, হাফিজুরের লেপ তোষকের দোকান, আব্দুল্লাহ লেপ তোষকের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এসময় স্থানীয় জনতা, পুলিশ আগুন নিভানোর চেষ্টা করে। 

খবর পেয়ে গৌরীপুর, নেত্রকোনা ও পূর্বধলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রায় ১ঘন্টা পরে ফায়র সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা সাতটি দোকন ভষ্মিভূত করে দেয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুনুর রশিদ ও আবুল মিয়া জানান, তারা রাতে দোকান ভালো করে পরিস্কার করে সব দেখে বন্ধ করে বাসায় চলে যায়। পরে পাহাদার ও অন্যান্য লোকজনের ডাকাকাকির পরে বের হয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। 
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান খানে আলম জানান, এ ব্যাপারে আবেদন করলে আমরা তদন্ত করে বলতে পারব এটা নাশকতা না কি শর্টসাকিট বা অন্য কিছু থেকে আগুন লেগেছে কি না।  

সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, থানার ওসি সুমন চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে দেখবে আসলে এটি নাশকতা নাকি অন্য কিছু।

এসআইএম/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,