For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বরগুনায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Published : Saturday, 18 May, 2024 at 4:53 PM Count : 244


বরগুনার আমতলী পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বটতলা  এলাকা থেকে ২৫০টি  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা  হয়েছে ।  

আমতলী পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, শনিবার সকাল থেকে  এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ  করেন। 

জানা গেছে,পৌর শহরের অভ্যন্তরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের  আমতলী নতুন বাজার বটতলা,বাধঘাট বাজার হাসপাতাল পর্যন্ত  প্রভাবশালী ব্যক্তিরা সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে  অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা বানিজ্য করছেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে । শনিবার সকাল থেকে সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, পৌর মেয়র মো. মতিয়ার রহমান  এ অভিযান পরিচালনা করেন। 
প্রত্যক্ষদর্শীরা বলেন,স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে মহাসড়কের পাশে জায়গা অবৈধভাবে দখল করে এ সকল স্থাপনা নির্মাণ করেছিল। 

আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন,মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা  থাকতে পারবেনা।

আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন জনসাধারন ও যানবাহন  চলাচলের সুবিধার্থে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

এমএ /এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,