For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে কৃষক বুলু মিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

Published : Wednesday, 15 May, 2024 at 5:24 PM Count : 139



জয়পুরহাটের কৃষক বুলু মিয়া হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক। 

বুধবার (১৫ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, সাজা প্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইঊনিয়নের দস্তপুর গ্রামের সামছদ্দীনের ছেলে বাচ্চু মিয়া, একই গ্রামের গনিরাজ মিয়ার ছেলে এমরান আলী নুহ ও আউসগাড় গ্রামের মোখছেদ আলীর ছেলে বাবু মিয়া। রায় ঘোষনার পর পুলিশ পাহাড়ায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি উদয় চন্দ্র সিংহ আদালতের বরাত দিয়ে জানান, ২০০৫ সালের ৩ এপ্রিল বুলু মিয়া সন্ধ্যা ৭ টার দিকে একটি বাঁশের লাঠি হাতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে না ফেরায় বুলু মিয়ার স্ত্রী ও ছেলে তাহেরুল তার বাবাকে খোঁজাখুজি করতে থাকেন। পরে দস্তপুর গ্রামের জনৈক আমজাদ হোসেনের বাড়ির ২০০ গজ দুরে বায়োগ্যাসের ট্যাংকির ভিতর থেকে বুলু মিয়ার গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত বুলু মিয়ার ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন ২০০৫ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালতের বিচারক মোঃ নূরুল ইসলাম অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি উদয় চন্দ্র সিংহ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন নন্দকিশোর আগরওয়ালা ও হাসান আলী।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,