For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঝিনাইদহ দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

Published : Thursday, 9 May, 2024 at 6:10 PM Count : 178


ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মিজানুর রহমান মাসুম বিজয়ী হয়েছেন। তিনি ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম পেয়েছেন ৩০ হাজার ৭৫৫ ভোট। ৪ হাজার ৭৮৩ ভোট বেশি পেয়ে মিজানুর রহমান মাসুম জয়ী হন। 

বিজয়ী চেয়ারম্যান প্রাথী মিজানুর রহমান মাসুম ইতিপুর্বে সংসদ সদস্য ও পৌরসভা নির্বাচনে একাধিকবার প্রার্থী হয়ে পরাজিত হন। অবশেষে তিনি হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে জয়ের মুখ দেখলেন।

এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক ৪০৭০৭ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল্লাহ ইবনে আব্বাস পান ৪০৩২০ ভোট । প্রথম দিকের ভোট গণনায় আব্বাস বিজয়ী হলেও রাত সাড়ে ১১টার দিকে চূড়ান্ত ফলাফল আসলে আব্বাস ৩৮৭ ভোটে পরাজিত হন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুন (হিজড়া) ৫৪২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরতী দত্ত পান ২৩৩৫২ ভোট ।

অন্যদিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের শিবলী নোমানী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোটরসাইকেল প্রতিকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট।

 এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উড়োজাহাজ প্রতিকের শফিকুজ্জান রাসেল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বান্দ প্রার্থী চশমা প্রতিকের আনিচুর রহমান মিঠু মালিথা পেয়েছেন ১৫ হাজার ৯৩২ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিকের শাহনাজ পারভীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ফুটবল প্রতিকের তিথী রানী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এদিকে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসএমআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,