For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Published : Monday, 29 April, 2024 at 8:08 PM Count : 131


আগামী ৮ মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্ৰহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টায় জেলার গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটারগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই হবে, যারা সহিংসতা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

প্রসঙ্গত, গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম আনারস প্রতিকে, বেলাল উদ্দিন সোহেল দোয়াত কলম প্রতিকে, সুনন্দন দাস মোটরসাইকেল প্রতিকে এবং রাজশাহী জেলা বিএনপির (সাবেক) যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনি ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন চার জন।

তারা হলেন- নাজমুল হোসেন চশমা প্রতিকে, শফিকুল ইসলাম সরকার তালা প্রতিকে, সালমান ফিরোজ ফয়সাল টিয়া পাখি, হুরেন মুর্মু এর প্রতিক- টিউবওয়েল। নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। বর্তমান নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি প্রজাপতি প্রতিকে এবং শ্রীমতি কৃষ্ণা দেবী ফুটবল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, গোদাগাড়ী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন।

তিনি আরো জানান, আগামী ৮ মে ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গোদাগাড়ী উপজেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন।

আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,