For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করেই সাবেক মন্ত্রীর ভাই-পুত্রের লড়াই

Published : Sunday, 21 April, 2024 at 9:20 PM Count : 224

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

রাকিবুজ্জামান আহমেদ গতকাল শনিবার ও মাহবুবুজ্জামান আহমেদ রোববার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং তাঁর পুত্র রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত তিন বছর আগে জেলা আওয়ামী লীগের সম্মেলনে মাহবুবুজ্জামান আহমেদ জেলা কমিটির সদস্য এবং রাকিবুজ্জামান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আসে। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাংসদ পুত্র ও সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভোটের মাঠে চাচা-ভাতিজা কেউ কাউকে ছাড় দিতে নারাজ, এ নিয়ে ভোটারদের মাঝেও কৌতূহলের শেষ নেই।

ভোটারদের ভাষ্য, চাচা-ভাতিজা দু'জন প্রার্থী হওয়ায় তারা কাকে ভোট দেবেন, এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে; বিপাকে পড়েছেন তাঁদের আত্মীয় স্বজনরাও। তবে নির্বাচন পর্যন্ত ভোটারদের কাছে চাচা-ভাতিজার নির্বাচনী লড়াই বেশ উপভোগ্য হবে বলে জানান অনেকে।

এবারের ভোট নিয়ে তাই আলোচনা-সমালোচনার যেন কমতি নেই। পাড়া-মহল্লায়, হাটবাজার সবখানেই চাচা ভাতিজার ভোট যুদ্ধের গল্প।

এদিকে নির্বাচন নিয়ে জানতে চাইলে মাহবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী। এ ক্ষেত্রে আমার ভাতিজা তেমন কোনো সমস্যা নয়।'

রাকিবুজ্জামান আহমেদ বলেন, 'দলীয় শতাধিক নেতা-কর্মী আমার জন্যে মাঠে থাকবেন। চাচার পেছনে এখন কোন নেতাকর্মী নেই।'

উপজেলা রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম জানান, কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ২১মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, সব প্রার্থীই সমান। চাচা-ভাতিজার নির্বাচন করতে কোনো বাধা নেই। এ নির্বাচনে মনোনয়ন জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস- চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,