For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

Published : Tuesday, 16 April, 2024 at 4:51 PM Count : 330

দিনাজপুরেঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আটজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সারওয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য এডভোকেট মো. রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সরকার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নয়জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ বাবু, উপজেলা আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী কোম্পানী কমান্ডার মুক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. সেলিম রেজা, শিক্ষক শিবু কিস্কু, ব্যবসায়ী আতিকুর রহমান।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাজেদা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী নার্গিস খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মোছা. ফেরদৌসি বেগম বিলকিস, সমাজ কর্মী আফরিন সুলতানা এমি, লাকী আক্তার ও শবনম হক।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম জানান, আগামী ৮ই মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চারটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৮২ জন, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৩ হাজার ২১৫ ও নারী ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৮ শ ৬৭।

জেঅার/এববি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,