For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাবেক আ'লীগ নেতা বশিরের উপর হামলার প্রতিবাদে সভা

Published : Monday, 15 April, 2024 at 1:28 PM Count : 842

নোয়াখালীসুবর্ণচরে চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের (৬০) উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার হারিছ চৌধুরীর বাজারে এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র  শহিদুল্লাহ খান সহেল, জেলা ছাত্রলীগ সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত, সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি, নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনাইদ।

বক্তারা বলেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সামনে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে একটি কুচক্রী মহল এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে। মামলা হামলা যেটাই করেন, আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। 
গত ১২ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বশির আহমেদ নিজ বাড়িতে যাবার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার বড় ছেলে এ্যাডভোকেট মোরশেদ আলম বলেন, বর্তমানে বাবা ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মাথায় আঘাত পাওয়ার কারণে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়ে বাবা অচেতন রয়েছেন। 

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

-আইইউ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,