For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সন্ত্রাসীদের কোন জায়গা নাই : বান্দরবানে সেনাপ্রধান

Published : Sunday, 7 April, 2024 at 5:29 PM Count : 144


সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের দেখতে পাবে যে সন্ত্রাসীদের কোন জায়গা নাই। সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম তাদের মোকাবেলা করার জন্য। অভিযান চলমান রয়েছে। 

সবকিছুর সমন্বয়ে আমরা করছি সবকিছু সমন্বিতভাবে হচ্ছে। সরকার যেটা চাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। 

রবিবার সকালে বান্দরবান সেনাজোন মাঠে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেন।
তিনি বলেন, গত বছর জুন মাসে বলেছিলাম কুকি চীন যতগুলো সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তারা যে সমস্ত  ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশে ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি । তাদেরকে আমরা বিতাড়িত করেছিলাম। তারপরও তারা শান্তির আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতির চিন্তায় তারা উদ্দেশ্য জাহির করে ফেলেছে।

তিনি আরো বলেন,  সেনাবাহিনীর বিজিবি পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এ পরিস্থিতির  মোকাবেলা করব ।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্ব গুলো বিশেষ করে যৌথ অভিযানের নেতৃত্ব দেয়া সেগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করবো। আমরা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য  যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করতে হবে ।

লুট হওয়া অস্ত্র  উদ্ধার করা হয়েছে কিনা এমন প্রশ্নে  তিনি আরো বলেন, আতঙ্ক দূর করার জন্যই আমরা সশরীরে এখানে আসছি। গতকাল রাত্রেও কিছু সন্ত্রাসীকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদেরকে বিশ্বাস করেছিলাম। যেহেতু শান্তি আলোচনা হচ্ছে, শান্তি আলোচনা শেষ হয়নি তখনই এর ভেতর ভিতরেই অশান্তি সৃষ্টি হয়েছে।

আগাম তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি  বলেন, আগাম তথ্য থাকলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতাম। আমরা তো তাদের বিশ্বাস করেছি। তারা তো দুইবার বসেছিল তৃতীয়বারও বসার কথা। 

তিনি বলেন, যখন অশান্ত হয় তখন সেনাবাহিনীর দরকার। যখন শান্তি থাকবে তখন অসামরিক প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। 


এসডি/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,