For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রামগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published : Tuesday, 2 April, 2024 at 5:27 PM Count : 174

খাগড়াছড়ির রামগড়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার সময় রামগড় পৌরসভার বাগান টিলা এাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম আবুল বশর। নিহত ফরহাদ পূর্ব বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। 

নিহতের প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালু তোলায় গভীর বড় গর্ত সৃষ্টি হয়। গর্তটিতে জমেথাকা পানিতে শিশুরা ভেলায় চড়ে আনন্দ করছিলো একপর্যায়ে ইমন নামে এক শিশুকে ডুবে যেতে দেখে সহপাঠি ফরহাদ তাকে বাচাঁতে পানিতে ঝাঁপ দিলে সে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ডা . শাহ আবরার শিশু ফরহাদকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার বিষয়ে জানতে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আমরা এ ধরণের কোন অভিযোগ পাইনি। তবে অন্য মাধ্যমে এমন একটি খবর পেয়ে ঘটনার তদন্তে একজন সাব-ইনস্পেক্টর পাঠিয়েছি। তিনি ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। 
অভিযোগ রয়েছে, কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে কৃষি জমির বালু উত্তোলন ও পাহাড় কেটে বাগানটিলার পরিবেশ ও প্রকৃতি ধ্বংশ করে দিয়েছে। বালু ও মাটি পরিবহণের কাজে ব্যবহৃত ছোট বড় পিকআপ গাড়ির চাকায় নষ্ট হয়ে গেছে স্থানীয় সড়কগুলোও। তাদের বিরুদ্ধে কয়েকবার উপজেলা প্রশাসন অভিযান এবং জরিমানা করলেও থামছেনা এ সিন্ডিকেটের দৌরাত্ম। 

কেএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,