For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘাঘট নদী এখন ফসলি জমি

Published : Wednesday, 20 March, 2024 at 5:59 PM Count : 165



নদীবিদৌত গাইবান্ধার সাদুল্লাপুর দিয়ে বয়ে গেছে ঘাঘট নদী। একসময় সোজাপথে পানিপ্রবাহ নদীটি ছিলো রূপেভরা সৌন্দর্যে। কিন্তু প্রতি বছরে বর্ষায় উজান থেকে নেমে আসা পলি জমে হারিয়ে যেতে বসেছে সেই যৌবন। পানি শূন্যতা নদীর বুকে এখন হচ্ছে ধানের আবাদ। আর নদীর বুকে দৃষ্টি দিলে মনে হয় এটি কোন ফসলের মাঠ। 

সম্প্রতি সরেজমিনে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া এলাকার ঘাঘটে বুকে দেখা গেছে-  ধানসহ অন্যান্য ফসল আবাদের দৃশ্য। 
এই নদীর বুকে বোরো ধানচারা রোপণ করেছেন আব্দুল করিম, নিল মিয়া ও আল আমিনসহ আরও একাধিক কৃষক। সরকারিভাবে নদী রক্ষায় তৎপর না থাকায় ঘাঘট এখন কেবলই নামসর্বস্ব নদী বলে স্থানীয়দের অভিযোগ।  

খোঁজ নিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলা দিয়ে বয়ে গেছে ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের  ঘাঘট নদী। দেশ স্বাধীনের ৫৩ বছরেও নদীশাসন ব্যবস্থা না থাকায় সোজাপথের ঘাঘটের গতি উল্টো হয়েছে। আঁকাবাঁকাভাবে বয়ে চলা নদীটি বনগ্রামের টুনিরচর থেকে শুরু হয়ে নলডাঙ্গার শ্রীরামপুর গিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার সীমানায় ঠেকেছে। 

এখানে একশ্রেণির অসাধু ব্যক্তি পুলিশকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন বানিজ্য করায় নদী ভাঙন আরও বেশি আকার ধারণ করছে। অথচ ভাঙনরোধে সরকারিভাবে নেওয়া হচ্ছে না পদক্ষেপ। প্রতিবর্ষায় উজানের ঢলে নেমে আসা পলিতে ভরে উঠছে নদীটি। এতে করে পানিপ্রবাহের বাঁধাগ্রস্ত হওয়ায় হারিয়েছে নদীর চিরচেনা রূপ। এ কারণে শুকনো মৌসুমে নাব্যতা সংকটের সুযোগ নিয়েছে তীরবর্তী কৃষকরা। তারা ধানের আবাদসহ নানা ফসল উৎপাদনের চেষ্টা করছেন বলে জানালেন বাচ্চা মিয়াসহ একাধিক কৃষক।  

নদী ও পানি বিশেষজ্ঞরা বলেছেন, ঘাঘট নদীশাসন ব্যবস্থা না করা হলে একসময় হয়তো নদীর প্রাণ হারিয়ে মানচিত্র থেকে মুছে যাবে। বর্তমানে বর্ষার পানি নদী ধারণ করতে না পারায় ভাঙন সৃষ্টি হয়েছে। আর উজানের জমে ওঠা পলির কারণে শুকনো মৌসুমে বাড়ছে ধানের আবাদ। তাই নদীর অস্তিত্ব রক্ষায় খনন ও সংস্কার করা জরুরি। 

নদীর বুকে ধান-ভূটাসহ বিভিন্ন ধরণের আবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া। 

এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,