For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাড়ির সামনে বর্জ্য ফেলতে বাধা দেওয়ায় নারীকে মারধরের অভিযোগ মেয়রের বিরুদ্ধে

Published : Tuesday, 19 March, 2024 at 10:07 PM Count : 279



জামালপুরেদেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ময়লা ফেলার প্রতিবাদ করায় এক নারী ও তার ছেলেকে মারধর করেছেন বলে অভিযোগ উটেছে পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী ছবি রানী (৪৮) ও তার ছেলে জগন্নাথ চক্রবর্তী। তারা পৌরসভার ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রবিবার মেয়র ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্র জানায়, শনিবার দুপুরে ছবি রানীর বাড়ির সামনের ব্রহ্মপুত্রের পাড়ে ময়লা-আবর্জনা ফেলতে যান মেয়রের লোকজন। ছবি রানী বাড়ির সামনে বর্জ্য ফেলতে তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে পৌরসভার লোকজন মেয়রকে ফোন করে ডেকে আনেন। এসেই মেয়র অপু ও তার লোকজন ছবি রানী ও তার ছেলেকে মারধর করেন।

অভিযোগ প্রসঙ্গে মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু বলেন, ‘ওই মহিলা একজন ঝগড়াটে। আমি একটু চিল্লাচিল্লি করেছি। ওই নারীর মারধরের অভিযোগ সঠিক নয়।’

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব বিশ্বাস বলেন, ‘ভূক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেডজেড/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,