For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

অস্ত্রোপাচারের সময় দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে চিকিৎসককে: স্বাস্থ্যমন্ত্রী

Published : Monday, 11 March, 2024 at 9:03 PM Count : 126



স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটা অপারেশন করতে যা যা দরকার, সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।
হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল আরও বলেন, ‘অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না, এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং, ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য যেগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। সেটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করতে পারব।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধাদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব। সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।

স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন।


আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,