For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইবিতে প্রথম ডিন’স অ্যাওয়ার্ড পেল ৩৩ শিক্ষার্থী

Published : Sunday, 10 March, 2024 at 8:04 PM Count : 171


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে আটটি অনুষদের ৩৩ জন শিক্ষার্থীকে ‘ডিন লিস্ট অ্যাওয়ার্ড- ২০২৪’ পুরস্কার দেয়া হয়েছে। রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ ও ‘ডিনস লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪’-এর আহ্বায়ক অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান।

পবিত্র ধর্মগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে যথাক্রমে বিভিন্ন অনুষদের ডীনগণ তাদের বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন অনুষদের ডিনরা তাদের অনুষদের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন এবং তারা যথাক্রমে উপাচার্য ড. সালামের কাছ থেকে পদক, উপ-উপাচার্য ড. মাহবুবুরের কাছ থেকে সনদপত্র এবং কোষাধ্যক্ষ ড. ভূঁইয়ার কাছ থেকে পুরস্কারের অর্থ গ্রহণ করেন।

উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ যে কোন অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে তোলে ঠিক তেমনি এর পাশাপাশি তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দিপিত করে। আজকে যারা ডিনস লিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে যেন এ আত্মতাড়না সৃষ্টি হয়। পাশাপাশি সব ধরনের অহংবোধ থেকে যেন তারা মুক্ত থাকে।’

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আল কুরআন ও ইসলামিক স্টাডিজের দুই শিক্ষার্থী, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের দুই শিক্ষার্থী, আরবি ভাষা ও সাহিত্যের তিনজন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের একজন শিক্ষার্থী, দুই শিক্ষার্থী। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি থেকে দুইজন শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগের দুইজন শিক্ষার্থী, গণিত ও পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী, অর্থনীতির তিনজন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চারজন শিক্ষার্থী, ডেভেলপমেন্ট স্টাডিজের একজন শিক্ষার্থী, মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের তিনজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুইজন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন শিক্ষার্থী ডিন পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আল-কুরআন ও ইসলামিক স্টাডিজের দুই শিক্ষার্থী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের দুই শিক্ষার্থী, আরবি ভাষা ও সাহিত্যের তিনজন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের একজন শিক্ষার্থী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দুই শিক্ষার্থী, ফার্মেসি থেকে দুইজন শিক্ষার্থী, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের দুইজন শিক্ষার্থী, গণিত ও পরিসংখ্যান বিভাগের একজন করে শিক্ষার্থী, অর্থনীতির তিনজন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চারজন শিক্ষার্থী, ডেভেলপমেন্ট স্টাডিজের একজন শিক্ষার্থী, মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের তিনজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুইজন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন শিক্ষার্থী ‘ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কেআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,