For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বুড়িমারী স্থলবন্দরে কার্যালয় দখলের চেষ্টা: পুলিশের সামনেই অস্ত্রের মহড়া

Published : Wednesday, 6 March, 2024 at 11:34 PM Count : 110

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক কার্যালয় দখলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই একদল শ্রমিক দেশীয় অস্ত্রের মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। 

পরে সাজ্জাদ হোসেন নামের এক শ্রমিক নেতাসহ তিনজন শ্রমিককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার খিরা আজ্জারবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ও আবু হানিফ এবং একই উপজেলার বুড়িমারী বাজারের নুরুল আমিনের ছেলে আরিফুল হাসান চমন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং শ্রমিকরা জানায়,  শ্রমিক নেতা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ত্রিশ চল্লিশ জনের এক দল শ্রমিক বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল করতে যায়। এসময় কার্যালয়ে থাকা শ্রমিকরা পালিয়ে গিয়ে তাদের সমর্থক শ্রমিকদের জড়ো করে অপরপ্রান্তে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সামনেই মহড়া দেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিক নেতা সাজ্জাদ, তাঁর ভাই আবু হানিফ এবং আরিফুল হাসান চমনকে আটক করে।

শ্রমিক নেতা সফর উদ্দিন বলেন, সাজ্জাদের সাথে কোনো প্রকৃত শ্রমিক নেই। বহিরাগতদের নিয়ে সে কার্যালয় দখল করতে চেয়েছিল।

এ ব্যাপারে সাজ্জাদ হোসেন গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদকে একাধিকবার কল দেয়া হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া জায়নি। তবে পাটগ্রাম থানার এসআই বিভূতিভূষণ ব্রতী বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে শ্রমিক সর্দার আব্দুল মান্নানের দায়ের করা দ্রুত বিচার আইনে একটি মামলা ছাড়াও পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে।  তাকে ইতিমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কারণে সাজ্জাদ হোসেন এবং অপর দুইজন গ্রেপ্তারকৃত আসামী সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লালমনিরহাট ও কুড়িগ্রাম সফরে আসার কথা রয়েছে।

এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,