For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদ

সভাপতি গজেন্দ্র, সম্পাদক সফিকুল

Published : Wednesday, 6 March, 2024 at 3:58 PM Count : 153

সরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের ২৯ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওবায়দুল হক খান ও সাধারণ সম্পাদক প্রদিপ কুমার হালদার স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ কমিটি ঘোষিত হয়।

নীলফামারী জেলা কমিটিতে জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক গজেন্দ্র নাথ বর্মনকে সভাপতি ও জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সফিকুল গনিকে সাধারণ সম্পাদক, সৈয়দপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামল দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জলঢাকা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম এ মজিদ, রসায়ন বিভাগের প্রভাষক হারুন অর রশিদ সবুজ, সহ-সভাপতি জলঢাকা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহেনুর আলম, ইংরেজি বিভাগের প্রভাষক হাসানুর রহমান, ডিমলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আলী আহম্মদ মর্তুজা লেলিন, কিশোরীগঞ্জ সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মৃনাল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরীগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান।
কোষাধ্যক্ষ জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোখলেছার রহমান, সহ-কোষাধ্যক্ষ জলঢাকা শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রতাপ শর্মা, দপ্তর সম্পাদক ডিমলা ফজিলাতুননেছা সরকারি কলেজের নুরনবী রহমান, প্রচার সম্পাদক জলঢাকা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক ডিমলা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জলঢাকা সরকারি ডিগ্রী কলেজের গণিত বিভাগের প্রভাষক নির্মল চন্দ্র রায়, মহিলা বিষয় সম্পাদক সৈয়দপুর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ বেগম, সহ-মহিলা বিষয় সম্পাদক জলঢাকা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মমতা রানী রায়। 

সদস্য সৈয়দপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রাজু, কিশোরীগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ রানা, সদস্য সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পরেশ চন্দ্র রায়, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মারুফা আক্তার, ডিমলা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোজাফফর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মশিউর রহমান, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক উত্তম কুমার চক্রবর্তী, সদস্য জলঢাকা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক জাকির হোসেন, জলঢাকা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক লাভনী রানী রায়, জলঢাকা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রদর্শক ফাহিমুজ্জামান জুয়েল।

এদিকে, কেন্দ্রীয় কমিটি ঘোষিত স্বাধীনতা শিক্ষক পরিষদের নীলফামারী জেলা কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষক রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সুশিল সমাজের ব্যক্তিরা।

এদিকে নীলফামারী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি গজেন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক সফিকুল গনি জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষক ও শিক্ষার সকল ধরনের বৈষম্যরোধে শিক্ষক সমাজের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় কাজ করবে ‘সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদ’। শীঘ্রই সংগঠনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

-এইচএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,