For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Published : Sunday, 3 March, 2024 at 9:11 PM Count : 149

গাইবান্ধায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে অনুমোদন না থাকা, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম ও পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের কলেজ রোড ও মাস্টার পাড়া এলাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ। 

অভিযানে নেতৃত্বে দেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। 

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় গাইবান্ধা ক্লিনিককে ৪ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা ও নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজারসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের ডা. সোহেল মাহমুদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় আজ ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

টিএইচজে/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,