১ টাকা লাভে পণ্য বিক্রি
Published : Saturday, 2 March, 2024 at 11:13 AM Count : 214
পবিত্র রমজান মাস উপলক্ষে আরব বিশ্বে ভোগ্যপণ্যের দাম কমানো হয়ে। কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। এই মাসে ব্যবসায়ীরা জিনিষপত্রের দাম কয়েকগুন বাড়িয়ে দেন। তবে চাঁদপুরে এমন একজন ব্যবসায়ীর খোঁজ মিলেছে। যিনি মাহে রমজানে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন।
নিত্যপ্রয়োজনী পণ্যের এই দোকানীর নাম শাহ আলম। এখন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সাধারণ মানুষের কাছে প্রিয় নাম। কারণ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির চেষ্টা চালাচ্ছেন তিনি।
মালামাল কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে পণ্য প্রতি মাত্র এক টাকা লাভে বিক্রি করছেন শাহ আলম। ব্যাপক সাড়াও পেয়েছেন। স্থানীয়রা রমজানের আগাম পণ্য কিনতে ভিড় করছেন চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটের এই দোকানে।
রমজানের পণ্য যেমন- মুড়ি, ছোলা, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রেতারা নিচ্ছেন সানন্দে। আর সব পণ্যই কেজিপ্রতি মাত্র ১ টাকা লাভে বিক্রি করছেন তিনি। পণ্যের মূল্য তালিকাও দোকানে টানিয়ে দিয়েছেন।
বিক্রয় প্রতিনিধিরাও বলছেন, লেনেদেনে পরিস্কার মানুষ এই শাহ আলম।
মাহে রমজান উপলক্ষে গত বছরও একই ভাবে পণ্য বিক্রি করেছেন তিনি। এতে এলাকার মানুষ উপকারভোগী হওয়ায় তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকছে। যেটুকুন লাভ করলে নিজের ক্ষতি হচ্ছে না, সেটুকুন লাভ নিয়েই তিনি তুষ্ট। রমজানে সাধারণ মানুষের পাশে থেকে একটু সহযোগিতা করতে পারছেন, এতেই তিনি আনন্দিত।
শাহ আলমের মতে, বছরের ১১ মাস তো ব্যবসা করেনই। অন্তত রমজান মাসটাতে সাধারণ মানুষকে আরও চাপে না ফেলে একটু স্বস্তি দিতে পারলে মন্দ কি। লাভ না হয় একটু কম হলো, ক্ষতি তো আর হচ্ছে না।
-এমএ