For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহী বার নির্বাচন

আ.লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, ফলাফল স্থগিত

Published : Friday, 1 March, 2024 at 10:59 PM Count : 142


রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে এখানে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় বিএনপিপন্থি আইনজীবী আবুল কাশেম সভাপতি পদে এক ভোটের ব্যাবধানে জয়ী হন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের হাতাহাতি হয়।

তিনি আরও বলেন, সারাদিন ভোটগ্রহণ শেষে রাজশাহী অ্যাডভোকেট’স বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরে পুলিশ গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আওয়ামীপন্থিদের দাবির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সেলিম জাহাঙ্গীর পদত্যাগ করেন। যেহেতু মারামারি হয়েছে, ভোটের ফলাফল স্থগিত করা হয়েছে। ভোটের সকল ব্যালট সিলগালা করে ট্রেজারি ভবনে রাখা হয়েছে।
এদিকে, রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীর। এই নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টায় হোটেল ওয়ারীসনে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে আইনজীবী মাইনুল হাসান পান্না বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমাদের অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেসরকারি ফলাফলে আমরা ২১টি পদের মধ্যে ১৯টি পদে জয়লাভ করি । এরপরই আওয়ামী লীগপন্থীরা ব্যালটবক্স ভাঙচুর ও হুমকি-ধামকি দিতে শুরু করে। তারা নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদত্যাগে বাধ্য করে। একপর্যায়ে ফলাফল স্থগিত ঘোষণা করা হয় ।

এসময় তিনি পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ঘটনাস্থলে পুলিশ নিরব ভূমিকা পালন করেছে। আমাদের দাবি বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা হয়েছে সেটা অতিদ্রুত সরকারিভাবে ঘোষণা করতে হবে এবং নির্বাচন বানচালের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।

এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় ও নির্বাচন কমিশনার বিতর্কিত কাজ কর্মের জন্য পদত্যাগ করেছেন। পরে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।

আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,