For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে বোরো চাষে এক দশকে এবার সর্বোচ্চ লক্ষ্যমাত্রা

Published : Tuesday, 27 February, 2024 at 5:11 PM Count : 183



রবি শস্য উত্তোলনের পূর্বেই বোরো আবাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে বোরো ধান লাগানো শেষ করেছেন। আবার কেউ জমির প্রস্তুত করছেন। কেউবা রবি শস্য উত্তোলন শেষ রোপণের অপেক্ষায় আছেন। কৃষি অফিস বলছে, এখন পর্যন্ত ৪০ শতাংশের বেশি জমিতে রোপণ শেষ হয়েছে।

আর এসবের মধ্যেই বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি দপ্তর। সবকিছু ঠিক থাকলে এবার বোরো আবাদ ও উৎপাদনসহ বিগত বছরের তুলনায় হেক্টর প্রতি ফলনও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত এক দশকের মধ্যে এবার সর্বোচ্চ বোর আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও ফসল হানি না ঘটলে পূর্বাপর লক্ষ্যমাত্রার মতোই ছাড়িয়ে যাবে আবাদ ও উৎপাদন।

দপ্তরটির তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৭০ হাজার ১৬০ হেক্টর জমিতে বোর আবাদ করা হবে। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭০ মেট্রিক টন চাল। যা গত ২০২২-২৩ অর্থ বছরে আবাদ লক্ষ্যমাত্রা ছিলো ৬৮ হাজার ৬০০ হেক্টর জমিতে। তাতে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৩২ হাজার ৪৩৯ মেট্রিক টন চাল। অর্থাৎ এক বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রা বেড়েছে ১ হাজার ৫৬০ মেট্রিক টন। আর উৎপাদনে ১৩ হাজার ৬৩১ মেট্রিক টন বেশি।

এক দশকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থ বছরে ৬৫ হাজার ৮৩৪ হেক্টর জমিতে উৎপাদন ছিলো ২ লাখ ৭১ হাজার ১৭১ মেট্রিক টন, ২০২০-২১ অর্থ বছরে ৬৬ হাজার ৭৩২ হেক্টর জমিতে উৎপাদন ছিলো ২ লাখ ৮৯ হাজার ৯৮৮ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থ বছরে ৬৬ হাজার ২৬৫ হেক্টর জমিতে ২ লাখ ৮৬ হাজার ৯৮৩ মেট্রিক টন, ২০১৮-১৯ অর্থ বছরে ৭০ হাজার ১০৮ হেক্টর জমিতে ২ লাখ ৯৭ হাজার ৬৬৩ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থ বছরে ৬৯ হাজার ২০৫ হেক্টর জমিতে ২ লাখ ৯৩ হাজার ২৬৫ মেট্রিক টন, ২০১৬-১৭ অর্থ বছরে ৬৭ হাজার ২৬৩ হেক্টর জমিতে ২ লাখ ৮৫ হাজার ২৩২ মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থ বছরে ৬৬ হাজার ৪৯০ হেক্টর জমিতে ২ লাখ ৬২ হাজার ৭৮ মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থ-বছরে ৬৯ হাজার ৭৭৮ হেক্টর জমিতে ২ লাখ ৯৪ হাজার ১৫ মেট্রিক টন, ২০১৩-১৪ অর্থ বছরে ৬৮ হাজার ৮৬ হেক্টর জমিতে ২ লাখ ৬৯ হাজার ৫৪৪ মেট্রিক টন, ২০১২-১৩ অর্থ বছরে ৬৮ হাজার ৪৫ হেক্টর জমিতে ২ লাখ ৭৬ হাজার ৩২৬ মেট্রিক টন চাল। আর হেক্টর প্রতি উৎপাদন ২০১২-১৩ অর্থ বছরে ৪ দশমিক ০৬ থেকে ২০২২-২২ অর্থ বছরে হেক্টর প্রতি গড় ফলন ৪ দশমিক ৮৫ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

চাষিরা বলছেন, আমন বা আউশের তুলনায় বোরো আবাদের ক্ষেত্রে খরচ বেশি হয়। উৎপাদন ভালো ও ধানের নায্য দাম না পেলে চাষিরা ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে সেচের ব্যায়টা বোরো আবাদে অনেক বেশি। বৃষ্টিপাত হলে সেচের ব্যায় কিছুটা কম হয়। এবার মৌসুমের শুরুর দিকে বোরো বীজতলা ভালো হয়নি। অগ্রিম বীজতলা যারা করেছিলেন, অনেকের ধানের চারার মান খারাপ হয়েছে। এছাড়া এবার সার-কিটনাশকের দামও বেশি। তবে উৎপাদন ভালো হলে লাভবান হবেন বলে আশা চাষিদের।

পবা উপজেলার দামকুড়ার বোরোচাষি আনসার আলী জানান, এবার ছয় বিঘা জমিতে বোরো আবাদ করছি। তার জমিটা একটু উঁচু। এ কারণে সেচের পরিমাণটাও বেশি লাগে। আর ছয় বিঘা জমির জন্য চারা প্রস্তুত, লাগানো, জমি প্রস্তুত ও সার-কিটনাশক মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। সামনে আরো অনেক খরচ বাকি। আশা করছি, উৎপাদন ভালো হবে।

সরেজমিন পবা ও গোদাগাড়ি উপজেলায় গিয়ে দেখা যায়, মাঠে মাঠে এখন বোরো আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কোথাও রোপণ শেষ হয়েছে, কোথাও বীজতলা প্রস্তুত হচ্ছে। কেউ বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে লাগাচ্ছেন। আবার কেউ কেউ সরিষা কেটে বোরো রোপণের অপেক্ষায় আছেন।

চাষি ইব্রাহিম আলী বলেন, এবার রোদ ও কুয়াশার কারণে ধানের চারা একটু খারাপ হয়েছে। আশানুরুপ ভালো করতে পারিনি। তবে জমিতে চারা লাগানোর পর ধীরে ধীরে বাড়ছে। আবহওয়া ভালো থাকলে ভালো ফলন হবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মোজদার হোসেন বলেন, এবার জেলায় ৭০ হাজার ১৬০ হেক্টর জমিতে বোর আবাদ করা হবে। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭০ মেট্রিক টন। তবে এখন পর্যন্ত ৪০ শতাংশের বেশি জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক কৃষক জমি প্রস্তুত শেষে রোপণ করছেন। আবার অনেকেই রবি শস্য যেমন আলু-সরিষার মতো আবাদ তুলে বোরো লাগানো প্রস্তুতি নিচ্ছেন। এজন্য আগামী দুই সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি রোপণ হয়ে যাবে। তখন আস্তে আস্তে পুরো মাঠ সবুজ হয়ে আসবে। সামনের মাসগুলোতে আবহওয়া ভালো থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন ওই কৃষি কর্মকর্তা। 

আরএইচএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,