For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শেষটা জয় দিয়ে রাঙানো হলোনা খুলনার

Published : Friday, 23 February, 2024 at 11:02 PM Count : 105



ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতার হলেও সুযোগ ছিল সান্ত্বনার একটা জয়ে আসর শেষ করার। কিন্তু তাও পারলো না খুলনা। হারের তিক্ত স্বাদ নিয়েই বিদায় বলতে হলো এবারের বিপিএলকে।

জয় দিয়ে আসর শেষ করার লক্ষে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৮ রান করে খুলনা। জবাবে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে সিলেট।
দুই দলই প্লে অফ থেকে ছিটকে যাওয়ায় ম্যাচটা গুরুত্বে যদিও ভাটা পড়েছিল, তবুও একটা জয় শেষ বেলায় উভয়েরই চাওয়া ছিল। যেখানে শেষ হাসি হাসলো সিলেট। খুলনাকে হারিয়ে আসর শেষ করলো তারা। বিপরীতে প্রথম চার ম্যাচে টানা জয় পাওয়া খুলনা শেষ ৮ ম্যাচে পেল মোটে একবার জয়ের দেখা।

১২৯ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না সিলেটের। দুই ওভারের মাঝেই হারায় দুই ওপেনারকে, দলীয় মাত্র ৬ রানে ফেরেন কেনার লুইস (৫) ও জাকির হাসান রানের খাতা খোলার আগেই। তবে তৃতীয় উইকেট জুটিতে সিলেটকে জয়ের পথে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি।

দু'জনে মিলে গড়েন ৬৩ বলে ৭০ রানের জুটি। ৩৭ বলে ৩৯ করে শান্ত বিদায় নিলে ভাঙে যুগলবন্দী। এবারের আসরে যা শান্তের সেরা ইনিংস। ভুলতে চাওয়া এই আসর শান্ত শেষ করলেন ১৪.৫৮ গড় আর ৯৩.৫৮ স্ট্রাইকরেটে ১৭২ রান নিয়ে।

ইয়াসিরও পারেননি ফিফটি পূরণ করতে। তারও আসর সেরা ইনিংস থামে ৪৩ বলে ৪৬ রানে। শেষ দিকে মোহাম্মদ মিথুন ১৫ বলে ১৯ ও ৫ বলে ১২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান বেনি হাওয়েল।

শুরুটা ভালো ছিল না খুলনারও। একপ্রান্ত থেকে আফিফ হোসেন রান করলেও অপরপ্রান্তে ধস নামে। এনামুল হক বিজয় শেষটা স্মরণীয় করে রাখতে পারেননি, ফেরেন ১০ রানে।

হাবিবুর রহমান সোহান ৩ ও মাহমুদুল হাসান জয় ফেরেন ১১ রান করে। ১২.১ ওভারে এসে ফেরেন আফিফও। তবে ফেরার আগে তুলে নেন ফিফটি, আউট হন ৩৫ বলে ৫২ রান তুলে। এরপর ওয়ায়েন পার্নেলের ২১ ছাড়া আর বলার মতো রান পায়নি কেউ। ৬ রান করেন জেসন হোল্ডার।

আর খুলনার ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানে। বেনি হাওয়েল ৩টি ও তানজিম সাকিব আর শফিকুল ইসলাম নেন জোড়া উইকেট।


এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,