For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জাকের আলির শেষের ঝড়ে কুমিল্লার লড়াকু সংগ্রহ

Published : Friday, 23 February, 2024 at 4:31 PM Count : 96


ব্যাটিং বিপর্যয়ের পর জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ঝড় ইনিংসের উপর ভর করে বরিশালকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচ জিতলেই শেষ চার নিশ্চিত হবে বরিশালের।

শুক্রবার টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার লিটন দাস ও সুনিল নারিন। দলীয় ২৪ রানে ১৮ বলে ১৬ রান করে আউট হন নারিন। তার বিদায়ের পর ১৬ রান যোগ করতে আরও জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কুমিল্লা। এরপর মঈন আলিকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। তবে দলীয় ৭৬ রানে ২৬ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান হৃদয়। 

এরপর দলীয় শতরানের আগেই দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। শেষ দিকে জাকের আলির ১৬ বলে ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। বরিশালের পক্ষে তাইজুল ইসলাম নেন ৩টি উইকেট।
আজকের ম্যাচে বরিশালকে হারালে রংপুরকে টপকে শীর্ষস্থান দখল করবে কুমিল্লা। অন্যদিকে এই ম্যাচে বড় ব্যবধানে হারলে কপাল পুড়তে পারে তামিম-রিয়াদের। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার চারে তামিমের দল বরিশাল। তাদের রান রেট এখন ০.৪৩৪। কুমিল্লার বিপক্ষে কম ব্যবধানে হারলেও ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে বরিশাল। আর জিতলে চট্টগ্রামকে টপকে তিনে থেকে লিগ শেষ করবে তারা।

অন্যদিকে কুমিল্লার কাছে বরিশাল যদি বড় ব্যবধানে হারে এবং খুলনা নিজেদের ম্যাচে বড় জয় পায় তবেই প্লে-অফে ওঠার সুযোগ হবে খুলনার। খুলনার নেট রানরেট -.৪০।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়।

কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, ম্যাথু ফোর্ড, মোহাম্মদ এনামুল, তানভীর ইসলাম ও মুশফিক হাসান।

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,