For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Published : Wednesday, 21 February, 2024 at 1:34 PM Count : 921

মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।

রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। সারাদেশ থেকে আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী-

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন, পৌরসভা ও থানা প্রশাসন শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তর্বক অর্পণ করেন।

ধনবাড়ী উপজেলা পরিষদের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে উপজেলা ও থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ধনবাড়ী প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করেন।
পরে ভোর ৬টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। একে একে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন, পুলিশ সুপার মো. আসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্প্যমাল্য অর্পণসহ প্রভাতফেরীতে অংশগ্রহণ করে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সরকারি গণগ্রন্থাগার অমর একুশে উদযাপন উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করে। 

রাজশাহীবাঘায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ে দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পঞ্চগড় পৌরসভা বাংলা বর্ণমালা দিয়ে শহিদ মিনারসহ পুরো শের-ই-বাংলা পার্ক সাজিয়েছে।

জেল সুপার মো. বদরুদ্দোজা জানান, জেলা কারাগারের অভ্যন্তরে ‘সংকল্প’ মুক্তমঞ্চে কারাবন্দীদের নিয়ে ভাষাভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।

এছাড়া, দিবসটি উদযাপনে সূর্যোদয়ে সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কবিতা আবৃতি ও চিত্রাংকণ প্রতিযোগিতা ও সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহেগফরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাতফেরি নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,