For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মেডিকেলে চান্স পেয়েও ভর্তি নিয়ে দুশ্চিন্তায় উরপীতার কৃষক বাবা

Published : Monday, 19 February, 2024 at 4:57 PM Count : 217

উরপীতা খাতুন উর্মি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু কৃষক বাবা তার ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তার ভর্তির শেষ দিন ২০ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত কোন টাকা সংগ্রহ করতে পারেনি। এ নিয়ে চিন্তায় রয়েছেন। আদৌ তাকে মেডিকেলে ভর্তি করতে পারবে কী না।

তিনি ৬৭.৭৫ নম্বর পেয়ে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। উরপীতা রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ গ্রামের আতাউর রহমানের মেয়ে।

জানা গেছে, উরপীতা খাতুন উর্মির বাবা যৌথ পরিবারের সদস্য হিসেবে মাত্র দেড় বিঘা জমিতে কৃষি আবাদ করে কোনো মতে সংসার চালান। স্ত্রী হাফিজা বেগম গৃহিনী। উরপীতা খাতুন উর্মির দাদী রেহেনা বেগম উনদা বিক্রির টাকা ও চাচা মতিউর রহমানের কিছু সহযোগিতায় লেখাপড়া করেছেন।

উরপীতা খাতুন উর্মি ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে বোয়ালিয়াপাড়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পায়। এরপর নিজ গ্রাম থেকে চার কিলোমিটার দূরে দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে। উরপীতা খাতুন উর্মির বাবার একটায় চিন্তা মেয়ের ভর্তি ও আগামী দিনের লেখাপড়ার খরচ কীভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তয় পড়েছেন।
এ বিষয়ে বাবা আতাউর রহমান বলেন, মেয়ের কোন চাহিদা পূরণ করতে পারিনি। আধুনিক যুগে একটি মোবাইল ফোন কিনে দিতে পারনি। একথা বলতেই আবেগ অফ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মেয়ের মেডিকেলের খরচ চালানোর সংগতি নেই। কী করবো ভেবে পাচ্ছিনা।

উরপীতা খাতুন উর্মির মা হাফিজা বেগম মেয়ের সাফল্যে আনন্দে কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ের সাফল্যে খুব আনন্দ হচ্ছে। আল্লাহ আমাদের পুরস্কৃত করেছেন। মেয়ে যাতে ভালো ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করছি।

উরপিতার চাচা মতিউর রহমান বলেন, ছোটবেলা থেকে মেয়ে লেখাপড়ায় ছিল অদম্য মেধাবী। তার ও পরিবারের প্রচেষ্টা, শিক্ষকদের অনুপ্রেরণায় উর্মি মেডিকেলে চান্স পেয়েছে।

এ বিষয়ে দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, উরপীতা খাতুন উর্মি খুব মেধাবী ছাত্রী। সে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার কৃতিত্বে আমরা গর্বিত। 

তবে কোনো হৃদয়বান ব্যক্তি সহযোগতায় এগিয়ে আসলে তার লেখাপড়া করতে পারত। সহযোগিতা পাঠানোর ঠিকানা, উরপীতা খাতুন উর্মি, জনতা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার-০১০০২৫৩৭৫১৭৪১। সালামপুর শাখা, লালুপর, নাটোর। 

এএইচএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,