For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আগুন আতংকে গ্রামবাসী

Published : Sunday, 18 February, 2024 at 8:11 PM Count : 763

নাগেশ্বরীতে আগুন আতঙ্কে পৌরসভার ১নং ওয়ার্ড বাঘডাঙ্গা গ্রামের মানুষ। টানা দেড় মাস ধরে এ গ্রামে প্রায় প্রতি রাতে থেমে থেমে কোন না কোন বাড়িতে জ্বলছে ঘর অথবা খড়ের গাঁদা। রাত জেগে পাহারা দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে জড়িত কাউকেই। কাটছে না ধোঁয়াসা, মিলছে না সুরাহা।

সরেজমিন ঘুরে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী গভীর রাতে মোটরসাইকেলের শব্দে হঠাৎই ঘুম ভেঙ্গে যায় আব্দুর রহিমের। চোখ খুলে দেখেন আগুন জ্বলছে রান্নাঘরের চালায়। ভয় ও আতঙ্কে চিৎকার করতে থাকেন। লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এরপর ৭ ও ১২ ফেব্রুয়ারী ফের আগুন লাগে একই ভাবে একই ঘরে। ১০ ফেব্রুয়ারী গভীর রাতে এমনিভাবেই লাগা আগুনে পুড়ে যায় আব্দুল খালেকের খড়ের গাঁদা। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিভিয়ে ফেললে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান তিনি।

গহুরন বেগম বলেন, রাত ৩-৪ টার দিকে তার বাড়ির আঙ্গিনায় একটি খড়ের গাদায় আগুন লাগে। বাড়ির লোকজন, গ্রামবাসী এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এরপর থেকে এখন আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তা আর ভয়ে রাত কাটাচ্ছি। 

এছাড়া গতমাস জুড়ে একইভাবে একই গ্রামের ইউসুফ আলী, ফজলুল হক, নজরুল ইসলাম, সৈয়দ আলী, মজিদ মিয়াসহ প্রায় ১০-১২ জনের খড়ের গাদায় আগুন লাগে।
আব্দুর রহিম বলেন, প্রায় দেড় মাসে আমাদের এখানে কয়েকটি ঘর ও ১০-১২টি বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা গ্রামের প্রতিটি বাড়ির লোকজন রাত জেগে পাহাড়া দিয়েও কাউকে ধরতে পারছি না। মিলছে না সুরাহা। বাড়ছে আতঙ্ক। ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে আমাদের।

নজরুল ইসলাম বলেন, গ্রামের কোন পরিবারের সাথে কারও কোন বিবাদ নেই। গভীর রাতে একটি মোটর সাইকেলের শব্দ পাওয়া যায়। এরপর কিছুক্ষণ পরেই আগুন লাগার ঘটনা ঘটছে। গ্রামের প্রতিটি মানুষ এখন আতংকে দিন কাটাচ্ছে। 

মজিদ মিয়া বলেন, গ্রামের শান্তি ও সৌহার্দ্য সম্পর্ক নষ্ট করতে কে বা কারা আতংক ছড়ানোর উদ্দ্যেশ্যে এমন ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবী সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধিকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক।
 
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিলি ডিফেন্স স্টেশনের অফিসার ইমন মিয়া বলেন, বেশীরভাগ আগুন লাগার ঘটনায় আগুনের উৎস পাওয়া গেলেও গভীর রাতে খড়ের গাদায় আগুন লাগার কারণ জানা যায়নি। জানুয়ারি হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উপজেলায় ৩৫টি অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ২৪টি বাড়ির আঙ্গিনায় থাকা খড়ের গাদায় লেগেছে।

নাগেশ্বরী থানার তদন্ত ওসি সারওয়ার পারভেজ জানান, ঘটনাটি শুনে এলাকায় একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএসবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,