For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গাছে গাছে দুলছে মুকুল, সবুজের সমারোহ চারিদিকে

Published : Sunday, 18 February, 2024 at 4:43 PM Count : 580


গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। ঘুরে ঘুরে মুকুলে বসছে মৌমাছি। মুকুলের ঘ্রাণ মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। গাছের দিকে থাকালে চোখ ফেরানো যায়না। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ। সবুজ আর হলুদের যেন মহামিলন। পেকুয়া উপজেলার গ্রামগুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। মুকুলে ছেয়ে গেছে আমগাছ। তবে ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে।

আম চাষিরাও গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছে চাষিরা। চাষিদের বলা হচ্ছে ফুল ফোটা অবস্থায় কোনো কীটনাশক ব্যবহার না করার জন্য। তবে আমগাছে পোকা বেশি দেখা দিলে অনুমোদিত কীটনাশক ছিটানোর কথা বলা হয়েছে।

এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল থাকায় মুকুলে ভরে গেছে আম বাগান। বাগানগুলোতে রয়েছে লেংড়া, হাঁড়িভাঙা, বারি-৪, বারি-৫, বারি-২সহ নানা  জাতের গাছ।
টইটং পাহাড়ি এলাকায় এবার আমের বাগান চোখে পড়ার মত। জুঁকখোলা, গুদিকাটা,
ছনখোলা, জুমপাড়া, চেপ্টামুরা,কেরনছড়ি, আলিম্মার ঝিরি, হাতিরডেরা,মৌলভী হাসানের জুমসহ বিভিন্ন এলাকায় চাষিরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। চেপ্টামুরায় বাঁশখালী পুঁইছড়ি এলাকার কাজল প্রায় ৫ একর জমিতে আমের চাষ করে আসছেন। বাগানে নানা জাতের গাছের স্থান পেয়েছে। চাষি ইউনুস,আবদুল্লাহ,আইয়ুব আলীও এবার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছে।

তারা জানান, আমগাছে এবার আগেভাগে মুকুল এসেছে। ভরে গেছে মুকুলে মুকুলে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আমগাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর তারা আমের বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।

আমচাষি জাহেদুল ইসলাম বলেন,বর্তমানে আবহাওয়া অনুকূল থাকায় আমগাছে মুকুল আসা শুরু করেছে। কৃষি বিভাগের বিভিন্ন পরামর্শ গ্রহণ করছি। আবহাওয়া অনুকুলে থাকলে ও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে চাষিরা ভাল ফলন ও লাভবান হবেন বলে আশা করছেন।

এনইউ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,