For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজনৈতিক প্রতিহিংসার বলি রাজশাহীর অধিকাংশ গভীর নলকূপ

Published : Friday, 16 February, 2024 at 7:33 PM Count : 106


নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাজশাহীর মোহনপুরে গভীর নলকূপে একের পর এক তালা মারার ঘটনা ঘটছে। এতে করে সেচ সঙ্কটে ব্যাহত হচ্ছে চাষাবাদ। এমন ঘটনায় উপজেলার কৃষকরা চলতি বোরো মৌসুম নিয়ে আতংকের মধ্যে রয়েছেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) এর সহকারী প্রকৌশলী কার্যালয়ের মোহনপুর জোনের আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২২টি গভীর নলকূপ রয়েছে। এসব গভীর নলকূপ দীর্ঘদিন ধরে ভালোভাবেই পরিচালিত হয়ে আসছিল।

তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অধিকাংশ গভীর নলকূপের সভাপতি, ম্যানেজার ও অপারেটর পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব শুরু হতে থাকে। এক পর্যায়ে বেশ কয়েকটি গভীর নলকূপে জোর করে তালা ঝুলিয়ে দেওয়া ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার ইন্ধনে উপজেলার ঘাসিগ্রাম ও রায়ঘাটি ইউনিয়নে গভীর নলকূপে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা বেশি ঘটছে।
গত বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের বিলে বড়াইল-১ নম্বর গভীর নলকূপে দখল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সরেজমিন ওই এলাকায় গিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজিব উদ্দিন দীর্ঘ ১০ বছর ধরে বড়াইল-১ নম্বর গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়ে গভীর নলকূপটি চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গভীর নলকূপ চালু করে বোরো লাগানোর জন্য ও আলুর জমিতে সেচ দেওয়া অবস্থায় রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীদের নেতৃত্ব আবজাল হোসেন ও বদরুদ্দোজা মিলে গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেয়।

খবর পেয়ে গভীর নলকূপের বর্তমান অপারেটর রাজিব উদ্দিন গিয়ে আরেকটি তালা ঝুলিয়ে দেন। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের তালা ঝুলোনো অবস্থায় চলতে থাকে গভীর নলকূপটি। পরে বিকেল ৪টায় বিদ্যুৎ চলে গেলে গভীর নলকূপটি বন্ধ হয়ে যায়। ক্ষেতে সেচের প্রয়োজন থাকলেও উভয় পক্ষের তালা ঝুলিয়ে দেয়ার কারণে গভীর নলকূপের ড্রেনম্যান আর চালু করতে পারেনি।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাতেন উদ্দিন নামের একজন কৃষক জানান, তিনি সকাল থেকে বোরো জমিতে পানি নেওয়ার জন্য মাঠে বসে রয়েছেন। রাজনৈতিক কারণে উভয় পক্ষ গভীর নলকূপের রুমে তালা ঝুলিয়ে দেওয়া কারণে জমিতে পানি পাচ্ছি না। এ বিষয়ে বতেন উদ্দিনের মতো ওই ব্লকের অনেক কৃষক বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া জন্য জোর দাবি জানিয়েছেন।

গভীর নলকূপের বর্তমান অপারেটর রাজিব উদ্দিন বলেন, শহিদুজ্জামান শহীদের নেতৃত্ব আবজাল হোসেন ও বদরুদ্দোজা গভীর নলকূপের তালা দেয়। পর আমিও তালা দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুজ্জামান শহীদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তালা মারার বিষয়ে তিনি কিছুই জানিনা। এটা কৃষকদের বিষয় তারা ভালো বলতে পারবে।

জানতে চাইলে বিএমডিএ’র মোহনপুর জোনের সহকারী প্রকৌশলী জিএফএম হাসানুল ইসলাম গোলাম ফারুক বলেন, এ বিষয়ে কেউ আমাদের এখানে অভিযোগ জানায়নি। যতে এমনটি হয়ে থাকে তাহলে অফিসের লোক পাঠিয়ে সঠিক ব্যবস্থা নেয়া হবে। 


আরএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,