For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

এসএসপি পরীক্ষা: শেরপুরে ৩ শিক্ষার্থী বহিস্কার

Published : Thursday, 15 February, 2024 at 5:14 PM Count : 122

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৫ ফেব্রুয়ারী সকালে শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষায় নকল করায় ৩ জন শিক্ষার্থীকে বহিস্কার, ৬ জন কক্ষ পরিদর্শক ও ১ জন সহকারী কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।
 
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে বেশ কয়েকটি বিদ্যালয়ের এসএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলাকালে কিছু শিক্ষার্থী নোট বইয়ের পাতা ছিড়ে নকল করার অপরাধে ধনকুন্ডি শাহানা সিরাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মন্ডল, বেলগাছি মুফতি দেওয়ান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের মো. বিজয় বাবুকে বহিস্কার করা হয়েছে।
 
এছাড়াও সহকারী কেন্দ্র সচিব মো. জাহিদুল ইসলাম শান্তা, কক্ষ পরিদর্শক আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান আলী, রামচন্দ্র পাল, বিকাশ কুমার ও রোজিনা খাতুনকে পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, পরীক্ষা দিতে হবে মেধা খাটিয়ে। নইলে পাশের হার বাড়লেও মেধাহীন হয়ে পড়বে জাতি। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন বা নকল করলে কাউকে ছাড় দেয়া হবে না। যারা নকল করবে তাদের সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।

এসএএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,