For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কোন কিছুতেই সরছে না মহাসড়কের উপর থেকে বাজার

Published : Tuesday, 13 February, 2024 at 4:20 PM Count : 174



নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বর্তমান সরকার চারলেনে উন্নীত করলেও এখনো স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় মহাসড়কটি নিরাপদ হয়ে উঠতে পারেনি।

মহাসড়কের গাজীপুর অংশে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ইজারা দেয়ায় দখল হয়ে যাচ্ছে লেন, এতে চলাচলকারী যানবাহন দীর্ঘ যানজটে আটকে থেকে মানুষের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।
গত ১৬ জানুয়ারী উচ্চ আদালত এক আবেদনের প্রেক্ষিতে এই মহাসড়কের পাশ থেকে বাজার সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও কোন কাজ হয়নি। এর মধ্যে আগামী বছরের জন্য ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে শ্রীপুরের জৈনা বাজার পর্যন্ত ৩২কিলোমিটার এলাকা গাজীপুর সড়ক বিভাগের। ১৯৬৭-১৯৬৮সালে জমি অধিগ্রহন করে এ সড়কটি নির্মাণ করা হয়। চার লেনে উন্নীত করার পরও মহাসড়কের পাশে বেশ কিছু জায়গা অবশিষ্ট আছে। এ সুযোগে উপজেলা প্রশাসন সড়কের উপর প্রতিবছরই বাজার বসিয়ে রাজস্ব আয় করেন। এবারও শ্রীপুর উপজেলা প্রশাসন মহাসড়কের উপর জৈনা বাজার, নয়নপুর বাজার, ও এমসি বাজার আগামী এক বছরের জন্য দরপত্রের নোটিশ প্রকাশ করেছে। 

যদিও ২০২১সালের মহাসড়ক আইন অনুযায়ী মহাসড়কের উপর বা নিয়ন্ত্রণ রেখার মধ্যে হাটবাজার বসানোর কোন সুযোগ নেই। আইনে নিয়ন্ত্রন রেখার সংজ্ঞায় বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার অর্থ মহাসড়কের সংরক্ষণ রেখা হতে সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত রেখা। আর আইনে মহাসড়কের নিরাপত্তা সংক্রান্ত ১২(ঘ) ধারায় বলা আছে মহাসড়কের জন্য বা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহিৃতকরণপূর্বক উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবে”।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মহাসড়কের গাজীপুর অংশটি এখন সবচেয়ে অনিরাপদ। একদিকে লেন দখল করে বাজার বসানোয় বিকেল হতেই চারলেনের দুই লেনে  বসে বাজার। ফলে লেন সরু হয়ে তৈরী হয় দীর্ঘ যানজট। এ অংশটুকু অতিক্রম করতে ঢাকা ও ময়মনসিংহগামী যানবাহনকে দুই ঘন্টার উপর সময় ব্যয় করতে হয়। এছাড়াও ইদানিং স্থানীয় মানুষ ও শিল্পকারখানার ব্যবহার্য বর্জ্য এনে মহাসড়কের উপর ডাম্পিং করা হচ্ছে, এতেও দুর্ভোগ বাড়ছে পথচারীদের। 

বিভিন্ন যানবাহনের চালকদের অভিযোগ, এ তিনটি বাজারের এলাকা পাড় হতে নূন্যতম দেড় ঘন্টা সময় চলে যায়। এছাড়াও দুর্ঘটনার ঝুঁকিও তো রয়েছে।  

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, মহাসড়কের গাজীপুর অংশটি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। এর মধ্যে অন্যতম একটি কারণ মহাসড়কের লেন দখল করে গড়ে উঠা বাজার। একদিকে লেন দখল করে বাজারের ফলে যানজটের তৈরী হয় সর্বত্রই। এ ভোগান্তি দুর করতে এসব বাজার উচ্ছেদ করা প্রয়োজন। 

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলম বলেন, এখানে স্থানীয় প্রশাসনের কোন জায়গা নেই। পুরোটাই সড়ক বিভাগের জায়গা। সড়কের আইনেও এখানে কোন বাজার বসানোর সুযোগ নেই। এছাড়াও উচ্চ আদালতের নির্দেশনাও আছে।  আমরা বিভিন্ন জায়গায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করার পরও সম্পূর্ন ভিন্ন প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন সড়কের উপর বাজার বসানোর প্রক্রিয়া নেয়। এটাতে অনিরাপদ হয়ে উঠছে এই মহাসড়কটি। আমরা ইতিপূর্বে এসব বাজার উচ্ছেদও করেছি। তবে আমাদের প্রত্যাশা স্থানীয় প্রশাসন সড়কের জায়গা নিরাপদ করতে ইজারা প্রক্রিয়া বন্ধ রাখবে। 

উচ্চ আদালত বাজার সরানোর পরও নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা নাসরিন বলেন, তিনি নতুন এসেছেন এ বিষয়ে তার কিছু জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন। 

একই ভাবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। 

এফএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,