For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গাইবান্ধায় মিথ্যা অভিযোগে তহসিলদারকে হয়রানির চেষ্টা

Published : Monday, 12 February, 2024 at 4:35 PM Count : 142


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামছুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে ওই তহসিলদারকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেছেন সাইদুর রহমান নামের ব্যক্তি।

তিনি ধাপেরহাট ইউনিয়নের আরাজী ছত্রগাছা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

সাইদুর রহমান তার দাখিল করা অভিযোগে বলেন, জমি খারিজ করার জন্য ৭ ফেব্রুয়ারি ধাপেরহাট ইউনিয়ন তহসিলদারকে ১৬ হাজার টাকা প্রদান করেন। পরবর্তী এই টাকার মধ্যে ১ হাজার ১৮০ টাকার ৭টি রশিদ গ্রহণ করেন। বাকি টাকার কোনো রশিদ দেওয়া হয়নি। অবশিষ্ঠ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি বলে অভিযোগপত্রে বর্ণনা করেন সাইদুর।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ধাপেরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে শামছুল ইসলাম মন্ডল যোগদান করে দীর্ঘ প্রায় পাঁচ বছর সেবা প্রদান করছেন।

তিনি সরকারের নিয়মনীতি রক্ষা করতে গিয়ে স্থানীয় কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তির রোষানলে পড়েছেন। ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছেন।

জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান জমি খারিজ করতে ভূমি অফিসে যান। এসময় তহসিলদার শামছুল ইসলাম মন্ডলের পরামর্শে অনলাইনে আবেদন করাসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৩ হাজার ৭৩২ টাকা খাজনা জমা করেন।

এরই প্রেক্ষিতে তহসিলদার শামছুল ইসলাম মন্ডল জমা করা টাকার দাখিলা কেটে অনলাইন প্রিন্টের ৮টি রশিদের কপি সাইদুর রহমানকে দেন। এতে করে এসিল্যান্ডের কাছে সাইদুর রহমানের দায়ের করা অভিযোগপত্রটি ভিত্তিহীন বলে তথ্যানুসন্ধানে জানা গেছে।

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, তহসিলদার প্রাথমিকভাবে আমাকে ১ হাজার ১৮০ টাকার ৭টি দাখিলা রশিদ দিয়েছেন। বিষয়টি এসিল্যান্ডকে জানানোর পর তড়িঘড়ি করে আরেকটি দাখিলা রশিদ প্রিন্ট করছেন শামছুল ইসলাম মন্ডল।

ধাপেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামছুল ইসলাম মন্ডল জানান, জমি খারিজ করার জন্য খাজনা পরিশোধের জন্য সাইদুর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৩ হাজার ৭৩২ টাকা জমা করেন। আর এই টাকার ৮টি রশিদের কপি সাইদুর রহমানকে দেওয়া হয়েছে। আমার সেবায় সন্তুষ্ট হয়ে সাইদুর রহমান জোরপূর্বকভাবে ২ হাজার টাকা সম্মানি দিলেও সেই টাকা আমি গ্রহণ করিনি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সম্মানহানীর চেষ্টা করছেন। এমন ঘটনা খুবই দুঃখজনক। 

এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করে হলে ফোনটি রিসিভ করেননি।


টিজেড/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,