For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে এসে দুলাভাইয়ের মৃত্যু

Published : Monday, 12 February, 2024 at 11:18 AM Count : 121

কুড়িগ্রামেফুলবাড়ীতে শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে এসে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ভারতীয় নাগরিক বিকাশ চন্দ্র সরকার (৪২) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পুন্ডীবাড়ী থানার দক্ষিণ খাপাইটারী গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।

নিহত বিকাশ চন্দ্র রায়ের চাচা শ্বশুর ক্ষিতিশ চন্দ্র রায় ও প্রতিবেশি দাদা শ্বশুর কিশোরী চন্দ্র রায় জানান, শ্যালিকার বিয়ে উপলক্ষে ১৭ দিন আগে জামাই বিকাশ চন্দ্র সরকার তার স্ত্রী শেফালী রানী রায় (৩৬) ও তিন বছর বয়সী ছেলে বিবেক চন্দ্র সরকারসহ তার শ্বশুড় বাড়িতে আসেন। রোববার বিকেলে বুকের ব্যাথা অনুভব হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, ভালো মানুষ, বয়সও কম। বিয়ের অনুষ্ঠানে এসে এ ভাবে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে। পুরো বিয়ে বাড়ির আত্মীয়-স্বজনদের আনন্দ উৎসবটা একেবারে বিষাধে পরিণত হলো। যেহেতু বিয়ের দিন তারিখ হয়েছে। কনের বাড়ি ও বরের বাড়িতে সব আত্মীয়-স্বজনরা এসেছে এবং এই দুর্ঘটনার খবরটি সঙ্গে সঙ্গে বরপক্ষকে জানানো হয়েছে। তাই তাদের সম্মতিক্রমে লগ্নমতো সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

নিহত বিকাশের স্ত্রী শেফালী রানী (৩৫) কান্নাজড়িত কণ্ঠে জানান, একমাত্র বোনের বিয়েতে এসে ভালো মানুষটাকে (স্বামী) কে হারাবো ভাবতে পারিনি।

নিহত বিকাশের শ্বশুড় কৃষ্ণ চন্দ্র রায় জানান, আমার দুই সন্তান। শেফালী বড়। শেফালী ১০ বছর বয়স থেকে ভারতের পুন্ডীবাড়ী এলাকায় দাদুর (নানা) বাড়িতে মানুষ হয়েছে। পাঁচ বছর আগে আমার শ্বশুড় ও শ্যালকরা বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ায় আমি মেয়ে ও জামাইকে বিয়ের দুই/তিন সপ্তাহ আগেই আসতে বলেছি। আমার কথা মতোই মেয়ে-জামাই ও নাতিসহ ঠিকই ছোট মেয়ের বিয়ের ১৭ দিন আগেই পাসপোর্ট-ভিসা করে আসেন। রোববার গায়ের হলুদের দিনেই আমার মেয়ে জামাইয়ের মৃত্যু হবে এটা মানতে পারছি না। আমার মেয়েটা কম বয়সে বিধবা হয়ে গে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ভারতীয় নাগরিকের মরদেহ তার শ্বশুড় বাড়িতে আছে। কোন প্রক্রিয়ায় মরদেহ ভারতে যাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ জানান, পাসপোর্ট-ভিসা করে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি ফুলবাড়ী সীমান্তের লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বিজিবির সদস্যদের মাধ্যমে ভারতীয় বিএসএফকে ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে রাতে জানানো হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে আশা করছি দুপুরের মধ্যে মরদেহ ফেরত নেওয়ার বিষয়ে প্রক্রিয়া অব্যাহত আছে।

-এসি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,