মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
Published : Sunday, 11 February, 2024 at 10:57 AM Count : 266
মৌলভীবাজারের কমলগঞ্জের বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও অতিথিদের উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রত্যয় নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।
শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও শিক্ষক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরী, বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডোর) সভাপতি নুর উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, বিএমইটির সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন, অভিভাবক প্রকৌশলী আব্দুল হেকিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদ আহমেদ ও ফারহান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম, ৮ম ও ১০ শ্রেণীর ১ম, ২য় ও ৩য় অবস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও, এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
-এসএস/এমএ