For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন

প্রার্থিতা জাহির করতে সরব আ'লীগ, নিরব বিএনপি

Published : Saturday, 10 February, 2024 at 3:09 PM Count : 166

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মে মাসে ধাপে ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে গাইবান্ধাসাদুল্লাপুর উপজেলায় সম্ভাব্য প্রার্থিতা জাহির করতে সরব হয়ে উঠেছেন স্থানীয় আওয়ামী লীগের অর্ধডজন নেতা।

এছাড়াও অন্য দলীয়-নির্দলীয় ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রণের জন্য জানান দিচ্ছেন। তবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কাউকে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। এখন পর্যন্ত নিরবে রয়েছেন তারা।

সম্প্রতি সাদুল্লাপুর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। তারা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টারসহ বিভিন্ন কায়দায় নিজ প্রার্থিতা প্রকাশ করে দোয়া ও সমর্থন কামনা করছেন। 

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত  যারা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহেদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম খাদেমুল ইসলাম খুদি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক ও জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব ও ভাতগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক আজিজার রহমান। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের প্রচার-প্রচারণা লক্ষ্য করা গেছে। 
একইসঙ্গে বসে নেই ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা। তারাও নানা ভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠলেও ভোটারদের মাঝে তেমন কোনো উৎসাহ নেই বলে একাধিক সূত্রে জানা গেছে।      

তবে স্থানীয় বিএনপি নেতা বা সমর্থিত কোনো সম্ভাব্য প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। 

উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা জানান, এবার যেহেতু দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে তাই নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবে না। সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রর্থীকে ভোট দিলে ভোট উৎসবে পরিণত হবে।

জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় সাদুল্লাপুর উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার তৈরি করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আবার এসব প্রার্থীদের কর্মী-সমর্থকরাও বসে নেই। তারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, এখন পর্যন্ত কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে বলা যাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না। 

১১টি ইউনিয়ন নিয়ে সাদুল্লাপুর উপজেলা গঠিত। নির্বাচনী কার্যালয়ের তথ্যমতে, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ উপজেলায় মোট ভোটার ছিলেন দুই লাখ ৫৫ হাজার ৭১। এর মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৭০৬ ও নারী এক লাখ ২৯ হাজার ৩৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ছয় জন।
 
-টিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,