For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নতুন যে ডিজাইনের মোটরসাইকেল আনলো হোন্ডা বাংলাদেশ

Published : Tuesday, 6 February, 2024 at 9:06 PM Count : 233



বাংলাদেশের মোটরসাইকেল বাজারকে আরও সম্প্রসারিত করে,নতুন এক্সব্লেড-২০২৪ উন্মোচন করেছে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক জমকালো আয়োজন-এর মাধ্যমে দেশের বাইকারদের জন্য নতুন এক্স-ব্লেড ২০২৪ উন্মোচন করা হয়। 
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত গ্রাহকবৃন্দ, বিভিন্ন গণমাধমের সংবাদকর্মী, হোন্ডার সম্মানিত ডিলার এবং বাইকার গ্রুপের প্রতিনিধিরা। 

এছাড়া বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর  প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা – শিগেরু মাতসুজাকি, চীফ মার্কেটিং অফিসার – শাহ মুহাম্মদ আশেকুর রহমান, চীফ প্রোডাকশন অফিসার- হিরোয়ুকি ইয়াসুনাগা -সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা।  

নতুন এক্সব্লেড ২০২৪ পরিচয় করিয়ে দিয়ে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শিগেরু মাতসুজাকি বলেন, "হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী, উচ্চ-মান ও গতিশীলতার মাধ্যমে জনসাধারণের জীবনের উন্নয়নের সম্ভাবনাকে প্রসারিত করা।” 

৬০ হাজারের বেশি বাংলাদেশি গ্রাহক; যারা হোন্ডাকে বিশ্বাস করে ২০১৯ সালের ডিসেম্বরে উন্মোচনের পর থেকে হোন্ডা এক্সব্লেড-ব্যবহার করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং বলেন, “নতুন এক্সব্লেড ২০২৪ সাফল্যের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও উৎসাহী তরুণদের আকাঙ্খা পূরণের লক্ষ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।” 

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চীফ মার্কেটিং অফিসার - শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “যে প্রজন্ম 'অল-রাউন্ডার' হতে চায় তাদের জন্য হোন্ডার বিশ্বব্যাপী প্রশংসিত, উচ্চতর প্রযুক্তির এই নতুন এক্সব্লেড ২০২৪ সবচেয়ে উপযোগী; যা পারফরম্যান্স এবং স্টাইলের একটি নিখুঁত মিশ্রণ। 

এর এক্সপ্রেসিভ এবং ফিউচারিস্টিক ডিজাইনের সাথে নতুন রোমাঞ্চকে উদযাপন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “আমরা আশাবাদী যে, উন্নত প্রযুক্তি ও দারুণ ডিজাইনের মাধ্যমে নতুন এক্সব্লেড ২০২৪ বাংলাদেশি গ্রাহকদের মন জয় করবে।”

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,