For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালু হবে কবে?

Published : Sunday, 28 January, 2024 at 2:47 PM Count : 864

ফাইল ছবি
প্রতিশ্রুতির অনেক দিন পেরিয়ে গেলেও ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে আজও চালু হয়নি আন্তঃনগর ট্রেন। নতুন ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপ-সচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চালুর জন্য নতুন আন্তঃনগর ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন হয়েছে।

২০১৭ সালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতৃত্বে রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দুটো ননস্টপ চালুর বিষয় আন্দোলন শুরু করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গত আট বছর ধরে বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধন, স্মারকলিপিসহ নানা কর্মসূচি চালিয়ে যান তারা।

২০২১ সালে নোয়াখালী জেলাতে ট্রেন দেয়ার বিষয়ে রেলমন্ত্রী নরুল ইসলাম সুজন প্রতিশ্রুতি দেয়ার পরও তা বাস্তবায়ন না হওয়ায় বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি তাদের আন্দোলন আরও জোরদার করে। তারা একাধিকবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ বলেন, আমরা কমিউনিটি আন্দোলনের মাধ্যমে ইতোপূর্বে ও নোয়াখালী জেলাবাসীর বেশ কটি গুরুত্বপূর্ণ অধিকার বাস্তবায়ন করেছি। এটি তারই ধারাবাহিকতার অংশ। প্রাণের নোয়াখালীর জন্য প্রতিটি অধিকার আদায়ে আমরা সবসময়ই কাজ করে যাব।

এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বরক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের নিমিত্তে ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চায়না কোচ দ্বারা দুটো নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে।

প্রস্তাবনায় বলা হয়েছে, নতুন এ ট্রেনের নম্বর ৮১৭ ও ৮১৮। ১৪ কোচের নতুন এ ট্রেনে মোট আসন থাকবে ৬৭৯টি। সপ্তাহের শুক্রবার এটি বন্ধ থাকবে। প্রস্তাবিত ট্রেনের সময়সূচিতে বলা হয়েছে- ৮১৭ নম্বর ট্রেনটি নোয়াখালী থেকে ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে আর ঢাকা পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। আর ৮১৮ নম্বর ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে।

প্রস্তাবিত স্টেশনের মধ্যে রয়েছে- ঢাকার বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী ও মাইজদীকোট।

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,