For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তীব্র শীতে ঠাকুরগাঁও জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা

Published : Saturday, 27 January, 2024 at 6:09 PM Count : 250

তীব্র শৈত্যপ্রবাহে ও ঠান্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁও জেলার জনজীবন। এতে ঠাকুরগাঁওয়ে চরম দুর্ভোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন। মধ্য জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় দেশের উত্তরাঞ্চলের এই জনপদে বেড়েছে শীতের প্রকোপ। কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। কোথাও তীব্র শীত ও কুয়াশা। 

এদিকে আবহাওয়া বিরুপ হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষই লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। এ পরিস্থিতিতে স্কুলগামী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে গত বুধবার ও সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না উঠা পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নিরূপণের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসাারণ অধিদপ্তর প্রতিদিন তাপমাত্রা পরিমাপ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত ৪/৫ ধরে প্রথমে মৃদু ও পরে তীব্র শৈত্যপ্রবাাহ চলছে জেলায়। 

শুক্রবার সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন ৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭-৯৮ শতাংশ। আর আজ শনিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫-৯৬ শতাংশ। তবে রাতে এই তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে বলেও জানায় জেলা কৃষি সম্প্রসাারণ অধিদপ্তর । 
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল বন্ধের ঘোষণা আসে।

সেখানে বলা হয়, জেলার আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই গত বুধবার থেকে বৃহস্পতিবার সোমবার পর্যন্ত এবং পরবর্তীতে তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস না বৃদ্ধি পর্যন্ত জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আগামী মঙ্গলবার (৩০ শে জানুয়ারি) থেকে বিদ্যালয়ে পাঠদান যথারীতি চলবে। তবে আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান পৃথকভাবে বলেন, এই জেলায় এমনিতেই শীত বেশি। আর এবাওে বিগত কয়েক বছরের তুলনায় শীত আরো বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্র সর্বনিম্ন থাকায় শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান এই দুই শিক্ষা কর্মকর্তা। 

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান ছুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আবহওয়া স্বাভাবিক হলে আবারো বিদ্যালয়ের ও পাঠদান প্রক্রিয়া শুরু হবে অনতিবিলম্বে বলেও জানান তিনি। 


এএ/এমবি




« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,