For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাভারে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের আশ্বাস সংসদের

Published : Thursday, 18 January, 2024 at 9:23 PM Count : 185



সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকার উভয় পাশের ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ এক যুগ পরে ফুটপাত হকারমুক্ত হওয়ায় প্রশস্থ হয়েছে সাধারণ মানুষের চলাচলের পথ। এতে করে নির্বিঘ্নে চলাচল করতে পারায় স্বস্তি প্রকাশ করে পথচারিরা। 

অন্যদিকে মানবিক দিক বিবেচনায় উচ্ছেদকৃত এসকল হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুররুল আলম রাজীব।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে পুনর্বাসনের দাবি নিয়ে আগত হকারদের সাথে কথা বলে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাদের দ্রæত পুনর্বাসনের লক্ষ্যে একটি জায়গা দেওয়ার কথা জানান তারা।

নবনির্বাচিত সাংসদ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আপনাদের ব্যাপারে আমরা সকলেই চিন্তিত। আমরা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যে, এই ব্যবসা থেকেই আপনাদের পরিবার চালান, সন্তানদের লেখাপড়া করান, এটাই আপনাদের একমাত্র আয়ের উৎস। কিন্তু এই হাইওয়ে রোডে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। এই বিস্তর জনসংখ্যার মানুষের সমস্যা করে আপনাদের এখানে সরকার রাখবে না। সরকারি সিদ্ধান্তের কারণেই আপনাদেরকে এখান থেকে সরানো হয়েছে। তবে অতিসত্বর সাভার বাজার স্ট্যান্ডের আশেপাশেই আপনাদের ব্যবসা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারেন এজন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউএনও সাহেব এবং আমি সহ বসে ইতোমধ্যে কথা বলেছি। খুব দ্রæততম সময়ের মধ্যে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

সম্প্রতি সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনী ও বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে হকারদের রমরমা বাণিজ্য চলে আসছিলো। দীর্ঘ এক যুগ পর সম্প্রতি মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ড এলাকার উভয় পাশের ফুটপাত ও সড়কের কিছু অংশ থেকে হকার উচ্ছেদ করা হলেও উলাইল এবং হেমায়েতপুর এলাকায় এখনও ফুটপাত দখল করে ব্যবসা চলমান থাকায় চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। প্রতিদিন প্রভাবশালীরা এসব ফুটপাত থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে মানুষকে দূর্ভোগে রেখেছে। পাশাপাশি চুরি, ছিনতাই, রাস্তা সরু হয়ে পড়ায় ঘটছে দুর্ঘটনা। 

জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, মহাসড়কের পাশে ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। পর্যায়ক্রমে হেমায়েতপুর উলাইলসহ সকল ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকিসহ জনগণের চলাচল নির্বিঘœ করতে অভিযান চলমান থাকবে।

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,