For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দিনাজপুরে বেড়েছে মুরগি ও সবজির দাম

Published : Saturday, 13 January, 2024 at 4:54 PM Count : 128


কয়েক দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে মুরগি, ডিম, মাছ, মাংশ ও সবজির দাম বেড়েছে। বাড়তি দামে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।

গত কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচ ৮০ টাকা থেকে লাফিয়ে প্রতি কেজি ১২০টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ১৫০ টাকা থেকে বেড়ে  ২৫০ টাকায় উঠেছে। পাকিস্তানী মুরগী ২৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩১০টাকা। দেশীমুরগী ৩৫০ থেকে বেড়ে হয়েছে ৪৮০টাকা, ডিম প্রতি হালি ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪ টাকা। গরুর মাংস ৬৫০থেকে বেড়ে হয়েছে ৭শ টাকা, খাশির মাংস ৭শ থেকে বেড়ে  ৮শ টাকা, ছোলা ৯০থেকে বেড়ে ৯৫টাকা। 

প্রতিকেজি পিঁয়াজ ২০থেকে বেড়ে ৩০টাকা, রসুন ১০০ থেকে বেড়ে ১১০টাকা, শিম ২০থেকে বেড়ে ৪০টাকা, গাঁজর ৩০থেকে বেড়ে ৪০টাকা, আলু ২৫ থেকে বেড়ে ৩০টাকা এবং পটল ১৬০টাকা ও করলা ১৬০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের বাজার অপরিবর্তিত রয়েছে।
মুরগি ব্যবসায়ী কোরবান বলেন, আমাদেরকে খামারীদের কাছ থেকে বেশী দামে মুরগী কিনতে হচ্ছে। তাই আমরা একটু বেশি দামে বিক্রি করছি।

মালিপাড়া গ্রামের কৃষক জামান বলেন, আমি একবিঘা জমিতে ২৫শ পাতা কপির চারা রোপন করেছি। প্রতিটি কপি বাজারে ২৫থেকে ৩০টাকা পিচ দরে বিক্রি করেছি। 

বাজার করতে আসা হাবিবর রহমান বলেন, রমজান মাস আসার আগেই বাজারে সব পন্যের দাম বাড়ছে পরিবারের চাহিদা অনুযায়ী বাজার করা খুব মুসকিল হয়ে দাঁড়িয়েছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ১২৮০ হেক্টর জমিতে শাক সবজি, ১৭০০ হেক্টর জমিতে আলু,  ১১৫ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় সবজির ফলনও ভালো হয়েছে।


এইচইউ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,