For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কুলাউড়ায় ২৩ বছর পর নৌকা পুনরুদ্ধার করলেন নাদেল

Published : Monday, 8 January, 2024 at 5:56 PM Count : 433




মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ২৩ বছর পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন নৌকার প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও নাদেল বিসিবির পরিচালক হিসেবে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৬ সালের ১২ জুন সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এরপর ২০০১ সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহীনের কাছে হেরে যান। ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পান আতাউর রহমান শামীম। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নওয়াব আলী আব্বাস খান লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদের চৌধুরীকে আসনটি ছেড়ে দেওয়া হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মতিন জয়ী হন। পরে ২০১৮ সালের নির্বাচনেও এ আসন মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এম এম শাহীনকে ছেড়ে দেওয়া হয়। তবে জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের কাছে তিনি পরাজিত হন।

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, কুলাউড়া উপজেলার মোট ১০৩টি কেন্দ্রে শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩০৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১৬১ ভোট।

নাদেল এই প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে কুলাউড়াবাসীকে নৌকা উপহার দিয়েছিলেন। কুলাউড়াবাসী সেই উপহারের মর্যাদা দিয়েছে। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করেছেন। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

এমএসআরসি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,