For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বরিশালের ৬ আসনে ২০৮টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ন

Published : Friday, 5 January, 2024 at 10:35 PM Count : 156


রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৮২৭টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৯৪০টি ভোট কক্ষে ২১ লাখ ২৯ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। 

৮২৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২০৮টি ভোট কেন্দ্রে ঝুকিপূর্ন ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা বাহীনি। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা কাজ করবে।

মোট ভোটারের ১০ লাখ ৮১ হাজার ১৩৭ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৮০১ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ৯ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার ৬টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে ১২৯টি ভোট কেন্দ্রে ৬৭৭টি ভোট কক্ষে ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বরিশাল-২ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ৮৩৮টি ভোট কক্ষে ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বরিশাল-৩ আসনে ১২৪টি ভোট কেন্দ্রে ৭৪৬টি ভোট কক্ষে ৩ লাখ ১০ হাজার ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বরিশাল-৪ আসনে ১৪৯টি ভোট কেন্দ্রে ৯৬৭টি ভোট কক্ষে ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বরিশাল-৫ আসনে ১৭৬টি ভোট কেন্দ্রে ১০৯০টি ভোট কক্ষে ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বরিশাল-৬ আসনে ১১৩টি ভোট কেন্দ্রে ৬২২টি ভোট কক্ষে ২ লাখ ৯৫ হাজার ৫০৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বরিশাল জেলায় ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নির্বাচনী এলাকায় আসনভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এমএন/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,