For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বগুড়া-৪ আসনে নৌকাকে চোখ রাঙাচ্ছে ঈগল

Published : Wednesday, 3 January, 2024 at 3:46 PM Count : 281

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন বগুড়া-৪ আসনের ১৪ দল মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেসসহ স্বতন্ত্র প্রার্থীরা।

এই আসনে জাসদের প্রার্থী নৌকা নিয়ে লড়ছেন ১৪ দল মনোনীত প্রার্থী জেলা জাসদ সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। তিনি গত উপনির্বাচনে হিরো আলমের কাছে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতিক নিয়ে লড়ছেন বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা, লাঙ্গল প্রতিক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে লড়ছেন মোশফিকুর রহমান কাজল এবং ডাব প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নন্দীগ্রাম উপজেলার পাঁচ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাহালু উপজেলার নয় ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৫১৪ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৬৪ জন ও কাহালু উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৪৫০ জন। যার মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৩৩৭ জন ও নারী এক লাখ ৭৩ হাজার ১৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয় জন।
ভোটের মাঠে মূল লড়াই হবে ১৪ দল মনোনীত প্রার্থী জেলা জাসদ সভাপতি সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা) ও বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লার (ঈগল) মধ্যে। 

জিয়াউল হক মোল্লার বিরুদ্ধে বিএনপির নানা প্রতিবন্ধকতা সত্বেও তিনি ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার পিতা মরহুম আজিজুল হক মোল্লাও এই আসনের সংসদ সদস্য ছিলেন। এই আসনে তার বাবার একটা বিরাট প্রভাব আছে।
 
এদিকে, নৌকা মার্কার প্রার্থীর ভোট বিভিন্ন অভিযোগে বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলা জাসদ নেতারা। এতে করে কিছুটা বেকায়দায় রয়েছেন নৌকা প্রার্থী সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। 

এদিকে, নন্দীগ্রাম ও কাহালু বিএনপির ঘাটি নামে পরিচিত বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা এবার স্বতন্ত্র নির্বাচন করলেও পুরাতন বিএনপি নেতাকর্মীসহ বিএনপির একাংশের সমর্থন পাচ্ছেন তিনি। এতে করে কিছুটা বাড়তি সুবিধা পাবেন তিনি। ফলে সংসদ সদস্য হওয়ার দৌঁড়ে তিনি অনেকটা এগিয়ে এমনটাই শোনা যাচ্ছে সাধারণ জনগণের মুখে। 

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে লড়া মুসফিকুর রহমান কাজলের কথাও শোনা যাচ্ছে মানুষের মুখে। ডাব প্রতিক নিয়ে লড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও লাঙ্গল প্রতিকের প্রার্থী এবার তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেননি।

লাঙ্গল প্রতিক নিয়ে লড়া জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। 

পৌরসভার গোলাম মোস্তফা নামে এক ভোটার জানান, চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির কোনো পদে না থাকলেও তার জনপ্রিয়তা বেশি। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হলেও বিগত আমলে তিনি ও তার বাবা অনেক উন্নয়নমূলক কাজ গেছেন। 

৩ নং ভাটরা ইউনিয়নের আরিফুল ইসলাম নামের আরেক ভোটার জানান, এতদিন অনেককেই দেখেছি এবার একটু লাঙ্গল প্রতিক নিয়ে লড়া জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক ভাইকে দেখতে চাই।

১ নং বুড়ইল ইউনিয়নের তরুণ ভোটার সাজু আহমেদ জানান, অনেক সংসদ সদস্যকেই দেখলাম একবার হিরো আলমকে সংসদ সদস্য পদে সংসদে দেখতে চাই তিনি আমাদের জন্য কি করেন? 

সব ছাপিয়ে বগুড়া-৪ আসনে দ্বিমুখী লড়াই হবে এমনটাই মনে করছেন সাধারণ জনগণ।

-এমএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,