For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পটুয়াখালীতে নতুন বই পায়নি ৬৭টি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীরা

Published : Monday, 1 January, 2024 at 6:05 PM Count : 160


বই উৎসবের দিনে নতুন বই পায়নি পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৭ টি মাদরাসার ৮ম শ্রেনির কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার বছরের প্রথম দিনে ৬ষ্ঠ,৭ম ও নবম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হলেও কোমলমতি ওই সব শিক্ষার্থীদের বই  দেয়া হয়নি। ফলে অন্যান্য শ্রেনির শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠলেও হাসি ছিল না ৮ম শ্রেনির শিক্ষার্থীদের মুখে। তাদেরকে খালি হাতে  বাড়ি ফিরতে হয়েছে। 

কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার ৮ম শ্রেনির শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন,‘নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বই না পেয়ে আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। ইচ্ছা ছিল নতুন বই নিয়ে বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করব। কিন্তু সেটা আর হলো না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক বলেন, ‘নির্দিষ্ট সময়ে ঠিকাদারেরা অন্যান্য শ্রেনির বই সরবরাহ করলে ও ৮ম শ্রেনির বই আমাদেরকে দিতে পারেনি। তাই ওই শ্রেনির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। আমাদের চাহিদার ৭ লক্ষ ৮০হাজার ৮৫০খানা বইয়ের মধ্যে ৭লক্ষ ৫০হাজার ৮৫০খানা বই বিতরণ করেছি। অবশিষ্ট অষ্টম শ্রেনির ৩০ হাজার বই হাতে না পাওয়ায় বিতরণ করতে পারিনি।
এএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,