For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

স্বতন্ত্র প্রার্থী পবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার সুপারিশ

Published : Sunday, 31 December, 2023 at 10:37 PM Count : 182


লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান নির্বাচন কমিশন বরাবর লিখিত দিয়েছেন।

রোববার বিকেলে জেলা প্রশাসক সুরাইয়া জাহান হুমকি এবং অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ইসি বরাবর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেন।

সুপারিশ পত্রে বলা হয়, নির্বাচন কার্যক্রম শুরু থেকে লক্ষ্মীপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের আচরণের বিষয়ে সময়ে সময়ে মৌখিকভাবে অবহিত করা হয়। কিন্তু এ স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপে হুমকি প্রদানের ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
নির্বাচনী দায়িত্ব পালনে তাদের মধ্যে ভয়-ভীতি ও শঙ্কা কাজ করছে।

সুপারিশ পত্রে আরও বলা হয়, ১৯৭২-এর ৮৪ক অনুচ্ছেদ অনুসারে লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন (প্রতীক-ঈগল) অপরাধ করেছেন।

তার অপরাধের গুরুত্ব বিবেচনায় এবং নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখাসহ মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্বপালনকারী কর্মকর্তাদের মনোবল অক্ষুণ্ন রাখার স্বার্থে ব্যবস্থা নেওয়া হোক।

জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় তিনি ফোন কলে নির্বাচনী বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনার উচ্চবাক্য শুরু করেন। এক পর্যায়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় আপত্তিকর বক্তব্য দেন।

লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি ইসি বরাবর জেলা প্রশাসক পক্ষ থেকে বলা হয়, চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে নির্বাচনী এলাকায় পুলিশ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব, আনসার, কোস্টগার্ডসহ জেলা নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী দায়িত্ব পালন কাজে নিয়োজিত রয়েছে। সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জেলার আইনশৃঙ্খলা ও নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্রার্থীদের সহাবস্থান নিশ্চিতে নির্বাচনী এলাকায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল চলমান রয়েছে।

ইসি বরাবর জেলা প্রশাসকের পক্ষ থেকে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থী তার বক্তব্যে রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে মন্তব্য করেন ও হুমকি দিয়ে বলেন, ‘আপনার সব কথা রেকর্ড হচ্ছে। আমি বুঝে গেছি আপনারা থাকলে আমি নির্বাচন করতে পারব না। আপনি যা যা বলেছেন কিছুই করেননি। আমি (স্বতন্ত্র প্রার্থী) আপনাকে (২৮ ডিসেম্বর) ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। দৃশ্যমান কিছুই করেন নাই, কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 

কোনো অভিযোগ দিলে আপনি পাঠান এসপির কাছে, এসপি পাঠায় আপনার কাছে। এসপি আমাকে আইন দেখায়। আপনি আর এসপি এখানে কীভাবে কাজ করেন তা আমি দেখে নিব। আপনি আর এসপি আগামী তিন দিনের মধ্যে এর ফলাফল জানতে পারবেন। আপনারা জানেন না আমি কোথায় যেতে পারি। আগামীকাল নির্বাচন কমিশনে যাবো, আপনারা কীভাবে এখানে থাকেন তা আমি দেখবো।  

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বলেন, বিষয়টি আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর বেশি কিছু বলতে চাচ্ছি না। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ,ইসির রিটার্নিং কর্মকর্তারা আমার উপর হামলার অভিযোগ গুরুত্ব দেয়নি। প্রতিনিয়ত বাঁধা দিচ্ছে গনসংযোগে আনোয়ার খানের গুন্ডা বাহিনী ।তাকে আনসাররা অস্ত্র নিয়ে প্রোটকল দিচ্ছে ।তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা।তাই ডিসি ও এসপিকে বদলির জন্য ইসি কার্যালয়ে ঢাকায় অভিযোগ দায়ের করেছি।তিনি বলেন আমার গতকালের দুটো অভিযোগ আমলে নেয়নি ইসি । 

শনিবার বিকাল ৪:৫৪ টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল  ইসলামের বাড়ির সামনে নৌকা মার্কার সমর্থনে স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের উপর স্বন্ত্রাসী হামলা করা হয়েছে। 

এসময় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থকদেরকে হুমকি-ধামকি দেয়া হয় এবং প্রার্থী পবনকে অনতিবিলম্বে স্থান ত্যাগের নির্দেশ দেয় সন্ত্রাসীরা। অন্যথায় প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। প্রার্থী পবনের নেতাকর্মীদের আসার পথে বাধা প্রদান ও ২নং নোয়া গাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউসুফ হারুন সহ ১০-১৫ জনকে মারধর ও লাঞ্চিত করে নৌকার সমর্থকরা। রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মাল, রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি জয়, সম্রাট, সুজন, জাবেদ চেয়ারম্যান, সৈকত মাহমুদ সামসু, সাদ্দাম, জুয়েল (কোনারবাড়ি), মামুন হোসেন আকন্দ সহ প্রায় শতাধিক লোক এই হামলা চালিয়েছে। 

সন্ধ্যায় করপাড়া গাজীপুর বাজারে নৌকা মার্কার প্রার্থীর মিছিল শেষে সমর্থকরা ঈগল মার্কার মাইকিং চলার সময় তার গাড়ি এবং নেতাকর্মীদের উপর হামলা করেছে। এতে গুরুতর আহত হয়েছে মুত্তালেব হোসেন মোতা এবং জলিল হোসেন নামের দুজন। হামলার নেতৃত্ব দিয়েছেন করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ এবং তার চাচাতো ভাই রিফাত।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহাজানের নেতৃত্বে  ঈগলের পক্ষে অবস্থান করছেন তারা হলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক মিজান, ভাটরা ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুল, ভোলাকোট ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও ভাটরা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মিঠু প্রমুখ।


ডাবলইউআর/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,