For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কোটালীপাড়ার নির্বাচনী জনসভায় শনিবার যোগ দেবেন শেখ হাসিনা

Published : Friday, 29 December, 2023 at 2:59 PM Count : 673


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং দুপুর ১টায় কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।

আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর। তাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভা ও পরবর্তীতে কর্মীসভা করেন তিনি।

জনসভার সিংহ ভাগ মানুষ আসবে বাইরে থেকে। গোপালগঞ্জ জেলাসহ বৃহত্তর ফরিদপুর, খুলনা, মাদারীপুর ও বরিশাল জেলাধীন উপজেলাগুলো থেকে আসবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী এবং সমর্থক। এ কারণে জনসভার দিন জেলা জুড়ে রাস্তায় থাকবে আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি।

গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সাত বারের সংসদ সদস্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনে প্রায় শতভাগ ভোটারই আওয়ামী লীগের। এ আসন থেকে বরাবরই শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে থাকেন।

শেখ হাসিনার জন্য চার স্তরের নিরাপত্তা বেষ্টনী প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষিত ও চৌকস ফোর্স এবং অফিসারদের সমন্বয়ে গঠন করা হয়েছে এই নিরাপত্তা বেষ্টনী। সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশের জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হবে। 

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নগরীর প্রতিটি মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। 

এদিকে, র‌্যাবের বিশেষ টিম বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে। শেখ হাসিনার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে গোটা জেলাকেই। এর মধ্যে সভাস্থলে শেখ হাসিনার আগমনের পথ থাকবে বিশেষ নিছিদ্র নিরাপত্তা বেষ্টনী। সভার দিন কয়েক’শ চেকপোস্ট বসানো হবে বিভিন্ন রাস্তায়।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শুধু উপজেলা বা জেলা নয়, আশেপাশের জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। তার অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো ও তোরণ নির্মাণ করা হয়েছে উপজেলাজুড়ে। স্থানীয় নেতারা আগমনী নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাচ্ছেন। পুরো উপজেলা জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে চোখে পড়ছে মাইকিংসহ ব্যাপক প্রচারণা। বেশ আগে থেকেই তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা, প্রস্তুতিমূলক সভা, পথসভা করেছেন। যেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দিয়েছেন নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সভা ও প্রচার মিছিল করা হয়েছে। এছাড়াও আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো হচ্ছে। ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে স্থানীয় নেতাদের প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।'

কোটালীপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা অবজারভারকে বলেন, 'শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সব প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড থেকে মিছিল স্লোগানসহ ব্যাপক লোক সমাগম ঘটবে। এ জনসভায় জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছি।'

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস অবজারভারকে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাস্থলের স্টেজ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন তাঁর নির্বাচনী এলাকার আপামর নারী-পুরুষ। তারা প্রধানমন্ত্রীকে কোটালীপাড়াতে বরণ করতে অধীর অপেক্ষায় আছেন। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাবে।'

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন অবজারভারকে বলেন, 'ঢাকা হেড কোয়ার্টারের পরিকল্পনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক এ বিশাল গণসমাবেশকে সফল ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করতে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সিনিয়র চৌকস কর্মকর্তাগণ ইতিমধ্যে মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন করা হবে। জনসভাটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।'

প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকা কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি ও সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার অবজারভারকে বলেন, 'ইতোমধ্যে নির্ধারিত জনসভাস্থলে সভামঞ্চ তৈরির পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।'

তিনি বলেন, 'এই আসনের নেতাকর্মী ও ভোটাররাও শেখ হাসিনাকে ভোট দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করে থাকেন। কারণ তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য দেশের প্রধানমন্ত্রী হন। কিছু না চাইতেও যার কাছ থেকে সব কিছু পাওয়া যায়, তেমন নেতাকেই তো তারা ভোট দিয়ে জয়ী করে থাকেন। আগামী ০৭ জানুয়ারীর ভোটেও শেখ হাসিনাকে বিজয়ী করে টানা চার বারের প্রধানমন্ত্রী দেখতে চান এলাকার ভোটাররা। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী আর সাধারণ ভোটার-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

-একে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,