For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পটুয়াখালী-১ আসনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাতের মামলা

Published : Thursday, 28 December, 2023 at 9:38 PM Count : 246

পটুয়াখালী- ১ আসনে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী (ডাব প্রতিক) নাসির উদ্দীন তালুকদারের বিরুদ্ধে জন কর্মসংস্থান সোসাইটি (জনক) নামে একটি এনজিওর মাধ্যমে আশি লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী মোঃ সাইফুল্লাহ নামের এক ব্যক্তি। 

বৃহস্পতিবার দুপুরে  মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মোঃ আশিকুর রহমান। 

মামলায় নাসির উদ্দীন তালুকদারসহ তার পরিবারের মোট সাত জনকে আসামী করা হয়েছে। 
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ফোরকান রতন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা দায়েরের পরে প্রতারকের বিচার চেয়ে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারী ও পুরুষ। 

এসময় বক্তারা বলেন, নাসির উদ্দীন তালুকদারের নির্দিষ্ট কোন পেশা নেই। সে বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন ও সম্পর্ক গড়ে তুলে। তারপর সেখানকার মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে। প্রতারণার টাকায় একজন ভোটে দাঁড়াবে, আর মানুষ তাকে ভোট দিবে, তা হতে পারেনা।

মামলার বিবরণে বলা হয়, প্রধান আসামি নাসির উদ্দিন তালুকদার তার নিকটাত্মীয়দের নিয়ে জন কর্মসংস্থান সোসাইটি (জনক) নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে বাদিসহ প্রায় পাঁচ শতাধিক গ্রাহককে অধিক মুনফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ৮০ লক্ষ টাকা গ্রহণ করেন। এরপর তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন আত্মগোপনে থাকার পর বাদীপক্ষ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলে ২০১২ সালে নাসির উদ্দিন তালুকদার ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে টাকা ফিরিয়ে দেয়ার অঙ্গীকার প্রদান করেন। এরপরে টাকা চাইতে গেলে আজ নয় কাল বলে ঘুরাতে থাকেন। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর জৈনকাঠি  এলাকায় জন কর্মসংস্থান সোসাইটি অফিসের সামনে রাস্তায় তার কাছে টাকা চাইলে নির্বাচনে ব্যস্ত আছি, কোন টাকা পাবিনা পারলে আদায় করিস বলে চলে যান। তাই বাদিপক্ষ আদালতের সরনাপন্ন হয়েছেন।

এমপি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,