For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু শুক্রবার

Published : Thursday, 28 December, 2023 at 12:29 PM Count : 210

৭৩৯ কোটি টাকা পুঞ্জিভূত লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২৩-২৪  মাড়াই মৌসুমের উদ্বোধন করা হবে শুক্রবার বিকেল ৩টায়। এবার ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে দুই হাজার ১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। 

২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের সক্ষমতা থাকলেও আখের আবাদ কমে যাওয়ায় তা আর সম্ভব হয়না। 

চিনিকল সূত্র জানায়, এটি হচ্ছে জয়পুরহাট চিনিকলের ৬১তম মাড়াই মৌসুম। ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষ করে আখ ক্রয় কেন্দ্রগুলোর সংস্কার ও মেরামতের পাশাপাশি ফ্যাক্টরীর বিভিন্ন যন্ত্রাংশের মেরামত ও বয়লারে আগুন দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ৩৫ হাজার মে. টন আখ মাড়াই করে দুই হাজার ১৭০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২০ ভাগ। 

মাড়াই মৌসুম উদ্বোধনের জন্য অন্যান্যবারের মতো এবারও চিনিকলের কেইন কেরিয়ার চত্বরে এক সুধী সমাবেশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডোঙ্গায় আখ ফেলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। 
এবার আখের মূল্য মিল গেটে প্রতি কুইন্টাল ৫৫০ টাকা এবং বাইরের আখ ক্রয় কেন্দ্রে ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ই-পূর্জি ও ই-গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরণ ছাড়াও মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে আখ চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। বর্তমানে জয়পুরহাট চিনিকলে দুই কোটি টাকা মূল্যের ৫৮৭ দশমিক ৯১২ মে. টন চিটাগুড় এবং ৮ লাখ টাকা মূল্যের ৬ দশমিক ৪৪০ মে. টন চিনি অবিক্রিত রয়েছে।

চিনিকল সূত্র জানায়, আখ চাষে উৎসাহ প্রদানের জন্য দুই হাজার ৪৪০ জন চাষির মাঝে কৃষি ঋণ হিসেবে উপকরণ ও নগদ টাকা প্রদানের পরিমাণ হচ্ছে দুই কোটি ৮৯ লক্ষ টাকা। উপকরণের মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক। 

২০২২-২৩ আখ রোপণ মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপণের জন্য দুই হাজার ৯৩০ জন চাষির মধ্যে ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ভূর্তকি প্রদান করা হয়েছে বলে জানান জয়পুরহাট চিনিকলের জেনারেল ম্যানেজার (অর্থ) মো. সেলিম মিয়া। 

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,