For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়কে হত্যার হুমকি দিলেন এমপি সমি

Published : Tuesday, 26 December, 2023 at 9:48 PM Count : 285


ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে শহরের চাকলা পাড়ায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ হুমকির ঘটনা ঘটে। এঘটানায় ঝিনাইদহ সদর থানায় জিডি হয়েছে। 

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন অভিযোগ করেন, সকাল ১১টার দিকে চাকলাপাড়াস্থ পুরাতন হাটখোলা মসজিদ মার্কেটে আমার ব্যবসায়ীক পার্টনার মোঃ মামুনুর রহমান রশীদ (টোকন) এর ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানে আমি ও মোঃ মামুনুর রহমান রশীদ (টোকন) ব্যবসা সংক্রান্ত আলাপ-আলোচনা করছিলাম। 

হঠাৎ ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি) কতিপয় লোকজন নিয়ে ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানে সামনে এসে বাইরে দাঁড়িয়ে থাকা যুবলীগ কর্মী আহাদ আলীর শার্টের কলার চেপে ধরে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে দেখে আমি অফিসের ভেতর থেকে বাইরে এলে তাহজীব আলম সিদ্দিকী (সমি) আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ করে ও নির্বাচন সংক্রান্তে হুমকি স্বরুপ কথা বার্তা বলে। জন অভিযোগ করে বলেন আমি এমপিকে বলি “জনগন আপনাকে ভোট না দিলে আমার কি করার আছে?” এই বলার সাথে সাথেই তার বডিগার্ডকে বলে অস্ত্র বের করে গুলি কর। 
তিনি আরো বলেন ৭ জানুয়ারি নির্বাচন হোক তারপর ৮ তারিখে তোকে হত্যা করা হবে। এসময় আশ পাশ থেকে লোকজন এগিয়ে এলে আমাকে ও আহাদ আলী সহ অন্যান্য যুবলীগ কর্মী এবং 'ঈগল' প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের খুন জখমের ভয়-ভীতি ও হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। তাহজীব আলম সিদ্দিকী (সমি) ও তাঁর লোকজন আমার এবং অন্যান্য নেতা কর্মী ও 'ঈগল' প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমথর্কদের যে কোন বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে আমি যুবলীগ কর্মী আহাদ আলীসহ অন্যান্য কর্মীবৃন্দ এবং 'ঈগল'  প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জান মালের নিরাপত্তাহীনতায় ভুগছি। ঝিনাইদহ সদর থানায় একটি জিডি হয়েছে বলে জানান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন জানান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনকে হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) হয়েছে। যার নং-১৬৭৭।

এবিষয়ে ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির সাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভবপর হয়নি।

জেইউ

 


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,