For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বগুড়া জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের সুপারিশ

Published : Tuesday, 26 December, 2023 at 8:33 PM Count : 180



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটিকে অসহযোগিতার অভিযোগ ওঠায় বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
বিচারক মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বগুড়া জেলার ৭টি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়াম্যানরা। তারা বলেছেন, অনুসন্ধান কমিটির বিচারকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন এবং প্রশিক্ষণে অংশ না নিতে বলছেন বিচারক মোজাম্মেল হক। এছাড়া আরও বেশকিছু বিষয়ে অসহযোগিতা করছেন তিনি।

অনুন্ধান কমিটির চেয়ারম্যানদের মৌখিক অভিযোগ পাওয়ার পর বগুড়া জেলা ও দায়রা জজ এ, একে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ইসি।

ইসির কাছে উত্থাপিত ইসি সচিবালয়ের নথিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি অপরাধ, নির্বাচনি আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে সারা দেশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০ (তিনশত) নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করে গত ২৩ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়।

ওই নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠনের ধারাবাহিকতায় বগুড়া জেলাধীন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে সাতটি নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

সুপারিশে আরও বলা হয়েছে, বগুড়া জেলাধীন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে গঠিত সাতটি নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানরা মৌখিকভাবে জানান যে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া তাদের নির্বাচনি দায়িত্ব পালনে নিম্নোক্ত বাধা বা অসহযোগিতা করছেন:

(ক) নির্বাচনি অনুসন্ধান কমিটির বিজ্ঞ বিচারকদের নির্বাচনি কাজে বাধা দেওয়াসহ প্রশিক্ষণে অংশ না নিতে বলেন।

(খ) নির্বাচনি দায়িত্ব পালনকে উপেক্ষা করে বিচারিক দায়িত্ব পালনে বাধ্য করছেন।

(গ) নির্বাচনি অনুসন্ধান কমিটির জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া এর অনুকূলে বরাদ্দকৃত বাজেট সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটির মধ্যে বিতরণে অপারগতা প্রকাশ করছেন।

বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া কর্তৃক নির্বাচনি দায়িত্ব পালনে উপরিউক্ত বাধা বা অসহযোগিতা প্রদান নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী অসদাচরণ এর অন্তর্ভুক্ত।

এ অবস্থায়, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া কর্তৃক নির্বাচনি দায়িত্ব পালনে উপরিউক্ত বাধা বা অসহযোগিতা প্রদানের জন্য জেলা ও দায়রা জজ, বগুড়া থেকে এ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারপূর্বক আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য সুপারিশ করা যেতে পারে।

তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। এদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আর আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,